adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শৈত্যপ্রবাহে কাঁপছে মানুষ – বিপর্যস্ত জনজীবন

WINTER-PIC03নিজস্ব প্রতিবেদক : কয়েক দিন থেকেই রাজশাহী অঞ্চলে বয়ে যাচ্ছিলো মৃদু শৈত্যপ্রবাহ। শুক্রবার কিছুটা উন্নতি হলেও শনিবার হঠাত করেই তাপমাত্রা নিচে নেমে গেছে। মৃদু থেকে শৈত্যপ্রবাহ রূপ নিয়েছে মাঝারিতে। এতে এ অঞ্চলে জেঁকে বসেছে শীত। ফলে বিপর্যস্ত হয়ে পড়েছে এ অঞ্চলের জনজীবন।
রাজশাহী আবহাওয়া অফিস বলছে, একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে ২ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার রাজশাহী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবার তা হঠাত কমে গিয়ে দাঁড়ায় মওসুমের সর্বনিম্ন ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া ভোর থেকেই পড়ছে ঘন কুয়াশা। বইছে হিমেল হওয়া।
রাজশাহী আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়া কর্মকর্তা আনোয়ারা বেগম বাংলামেইলকে জানান, শনিবার সকাল ৬টার দিকে এ অঞ্চলে এ মওসুমের সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার ছিল ৯ দশমিক ৮ এবং বুধবার ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সূর্য উঠেছে ৫টা ৪৭ মিনিটে। কিন্তু ঘন কুয়াশার আড়ালে পড়ায় দেখা দিয়েছে বেলা ১১টার দিকে। এছাড়া আকাশ মেঘাচ্ছন্ন থাকায় অনুভূত হচ্ছে তীব্র শীত।
ঢাকা আবহাওয়া অফিসের বরাত দিয়ে  আনোয়ারা বেগম বলেন, ‘ডিসেম্বরের শেষার্ধে রাজশাহী অঞ্চলে ১ থেকে ২টি মৃদু (৮ ডিগ্রি সেলসিয়াস থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস) অথবা মাঝারি (৬ ডিগ্রি সেলসিয়াস থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহের পূর্বাভাস দেয়া হয়েছিলো। এরই মধ্যে রাজশাহীতে দুটি মৃদু শৈত্যপ্রবাহ হানা দিয়েছে। এখন বাইছে মাঝারি শৈত্যপ্রবাহ। এছাড়া মাসের শেষে রাত থেকে সকাল পর্যন্ত রাজশাহী অঞ্চলে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে বলেও জানান এ আবহাওয়া কর্মকর্তা।
এদিকে, শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন রাজশাহী অঞ্চলের ছিন্নমূল ও ভাসমান মানুষ। তাদের কষ্ট বেড়েছে কয়েকগুণ। রাজশাহীর চর ও গ্রামাঞ্চলেও অনুভূত হচ্ছে তীব্র শীত। এসব এলাকার মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। এরইমধ্যে বিভিন্ন সামাজিক ও বেসকারি সংস্থা এবং সরকারিভাবে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ শুরু হয়েছে। তবে তা চাহিদার তুলনায় অনেকটাই অপ্রতুল।

রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, শীত মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারের কাছে ৮০ লাখ টাকা অথবা ওই পরিমাণ মূল্যের শীতবস্ত্রের চাহিদা দেয়া হয়েছে।
এর মধ্যে প্রথম দফায় ৭০ হাজার কম্বল রাজশাহী মহানগরীসহ জেলার ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তাদের মাধ্যমে দুস্থ ও প্রতিবন্ধীদের মধ্যে বিতরণ করা হয়েছে। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের চেষ্টা অব্যাহত রয়েছে। খোলা হয়েছে ত্রাণ ভাণ্ডার। বিত্তবানদের ওই ত্রাণ ভাণ্ডারেও সহায়তার আহ্বান জানান জেলা প্রশাসক।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া