adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নিরব প্রশাসন – মহেশখালীতে বিজয় মেলার নামে অশ্লীল নৃত্য

IMG_1550921714001 (1)জামাল জাহেদ,কক্সবাজার : মহেশখালী-কুতুবদিয়ার সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক শুক্রবার  মহেশখালি শাপলাপুরে বিজয় মেলা উদ্বোধন করেন।  উপজেলার সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে বলেন, যে জাতি বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা অর্জন করতে পারে সে জাতি স্বাধীনতা রক্ষা করতে পারে। জাতির জনকের নেতৃত্বে বাঙ্গালী যুদ্ধে ঝাপিয়ে পড়ার মধ্য দিয়েই তা প্রমাণ করেছে। সংসদ সদস্যের মেলা উদ্বোধনের পরই শুরু হয় আয়োজকদের বেলাল্লাপনা কর্মকাণ্ড। টিনএজ মেয়েদের এনে  অর্ধনগ্ন করে নৃত্য পরিবেশনের আয়োজন করে। এই নৃত্যাঅনুষ্ঠান টিকিট কেটে উপভোগ করেন উপজেলার হাজারো মানুষ। 
কুরুচিপূর্ণ নৃত্যে গ্রামে স্কুল পড়ুয়া ছেলেমেয়ে খারাপ পথে যাচেছ নষ্টামি মানসিকতা গড়ে উঠছে বলে সচেতনমহলের দাবি। আয়োজকরা এসব অবৈধ কাজকর্মের সাথে সাথে চালিয়ে যাচেছ প্রকাশ্যে জুয়া ও মদের আসর। শাপলাপুর উচ্চ বিদ্যালয় মাঠে মুক্তিযুদ্ধের বিজয় মেলায় এসব অপকালচার কেন কি উদেদশ্য চালু করেছে গ্রামের সচেতন মহলের সেটাআি প্রশ্ন। এলাকাবাসী প্রশ্ন, এ রকম বেলাল্লপনা অনুষ্ঠান সত্বেও প্রশাসন নীরব কেন? মেলাটা কে পরিচালনা করে  জানতে চাইলে জানান, শাপলাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. ওসমান সরওয়ারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মেম্বারের সঞ্চালনায় মেলাটি বসানো হয়। শাপলাপুরের মুকবেকি গ্রামের মাওলানা গফুর জানান, আসলে বিজয় মেলার নাম করে গ্রামে মেলা বসালো ও তাতে বিজয় মেলার কোন লক্ষণ নেই। এলাকার লোকজন বলেন, মেলায় শহর থেকে যুবতী মেয়ে দিয়ে রাতে অশ্লিল নৃত্য দেখানো  হচ্ছে, যা খুবই খারাপ কুরুচিসম্পন্ন বাজে অনুষ্ঠান। এ ব্যাপারে শাপলাপুর ইউনিয়নের চেয়ারম্যান ‘জয় পরাজয়কে’ জানান, সে এসব দেখেনি ও জানে না তবে বিজয় মেলা বসেছে বলে জানান। অন্যদিকে মহেশখালি  পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসনের সাথে  যোগাযোগের চেষ্টা ) করেও তাকে পাওয়া যায়নি।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া