adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কিবরিয়া হত্যা মামলা- পৌর মেয়র গউস কারাগারে

ডেস্ক রিপোর্ট : সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলার সম্পূরক চার্জশিটে অভিযুক্ত হবিগঞ্জ পৌরসভার মেয়র ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক জি কে গউছকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
 রোববার বেলা পৌনে ১২টার দিকে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন গউছ। শুনানি শেষে বিচারক রোকেয়া খাতুন জামিন আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যেরবাজারে এক জনসভা শেষে দুর্বত্তদের গ্রেনেড হামলায় কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। আহত হন ৭০ জন। এ ঘটনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মজিদ খান বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। তদন্ত ও দুইবার অধিকতর তদন্ত শেষে গত ২১ ডিসেম্বর সিআইডির সিনিয়র এএসপি মেহেরুন্নেছা পারুল হবিগঞ্জের পৌর মেয়র জি কে গউছ, সিলেটের মেয়র আরিফুল হক, বিএনপির কেন্দ্রীয় নেতা হারিছ চৌধুরীসহ ১১ জনের নাম উল্লেখ করে সম্পূরক চার্জশিট আদালতে দাখিল করেন।
এদিকে গউছকে কারাগারে পাঠানোর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা গাড়ি ভাংচুর শুরু করে। এ নিয়ে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের দুই দফা সংঘর্ষে হবিগঞ্জ থানার ওসি নাজিম উদ্দিনসহ অন্তত ১০ জন আহত হন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া