adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পাইপে কোনো শিশু পাওয়া যায়নি

fileনিজস্ব প্রতিবেদক: পাইপের ভেতর কোনো শিশু পাওয়া যায়নি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া ন্যাশনাল সিকিউরিটিজ ইন্টেলিজেন্সের (এনএসআই) যুগ্ম পরিচালক আবু সাঈদ পাইপে শিশু পড়ে যাওয়ার বিষয়টিকে শুধুই গুজব বলে উড়িয়ে দিয়েছেন। তবে শব্দ পাওয়া এবং জুস খাওয়ার কথা বলেছিলেন কেন? এমন প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার আলী আহমেদ খান, পিএসসি বলেন, ও রকম শব্দ পাওয়া গিয়েছিল। তবে নিচে কিছু আবর্জনা পাওয়া গেছে। তেলাপোকা, টিকটিকি ও রশি পাওয়া গেছে। আমরা ওয়াসার অত্যাধুনিক বোরহোল ক্যামেরা দিয়ে বিষয়টি পর্যবেক্ষণ করেছি। এখনি কার্যক্রম গুটিয়ে নেবেন কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সর্বশেষ আরেকটু চেষ্টা করব। নিচের জিনিসগুলো বের করে আনার চেষ্টা করব।

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের আরও বলেন, এখানে ফায়ার সার্ভিসসহ অন্যান্য উদ্ধারকারীরা আছেন। তারা ৮ ঘণ্টা কাজ করেছেন। যারা এ কাজে পারদর্শী আমরা তাদের আহ্বান জানিয়েছিলাম। কিন্তু কোনো শিশুকে পাওয়া যায়নি। ওখানে কিছু কিট পতঙ্গ আছে। ওখানে আবর্জনা আছে। তার মানে ওখানে অক্সিজেন আছে। আমরা ওখানে জীবিত মানুষকে পাইনি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ঘোষণার পর রাত ২টা ৫০ মিনিটের দিকে উদ্ধারকারী দল পাইপ থেকে ক্যামেরা তুলে নেয়। বে তিনি পাইপের নীচে থাকা ময়লাগুলো তুলে ফেলা পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত জিয়াদের মা গুজবের বিষয়টি মানতে নারাজ। তার ছেলে পাইপের নিচে পড়ে গেছে বলে জোর দাবি জানিয়েছেন তিনি। জিয়াদের বোন স্বর্ণা কিছু বলতে অস্বীকৃতি জানিয়েছে।

প্রতিবেশী আশরাফ জানিয়েছেন, বুধবার দুপুরের দিকে খেলার ছলে একটি শিশু ওই পাইপে পড়ে যায়। কিন্তু সে ওই সময়ে ঝুলে ছিল। এ সময় তার একটি স্যান্ডেল পড়ে যায়। পরে তাকে উদ্ধার করি এবং ওয়াসার লোকজনকে ওই জায়গা ঘিরে রাখার কথা বলি। এরপর শুক্রবার দুপুর পৌনে তিনটার দিকে আবারও খেলার ছলে জিয়াদ (সাড়ে তিন)পড়ে যায়। ওর খেলার সাথী (সমবয়সী একটি মেয়ে) চিৎকার করলে পাশের বিল্ডিংয়ের তিন তলার এক মহিলা বিষয়টি দেখতে পান। ওই সময় জিয়াদের মা ঘুমাচ্ছিলেন। পাশ্ববর্তী ওই মহিলার চিৎকারে ঘটনাস্থলে আশেপাশের লোকজন জড়ো হলে জিয়াদের খেলার সাথী মেয়েটি সবাইকে দেখিয়ে বলে জিয়াদ ওখানে পড়ে গেছে। এরপর জিয়াদের বাবা পাইপে কান লাগিয়ে জিয়াদের সঙ্গে কথা বলতে চাইলে জিয়াদ ‘বাবা আমাকে বাঁচাও’ বলে চিৎকার দেয়।

জিয়াদ যে পাইপে পড়েছে, সেটি পোঁতা হয়েছে কয়েক মাস আগে। কিন্তু ওই পাইপ দিয়ে প্রত্যাশা অনুযায়ী পানি না আসায় একটু দূরে বসানো হচ্ছিল একই ধরনের আরেকটি পাইপ। তবে আগের পাইপটি ছিল ঢাকনাহীন। এ ব্যাপারে জিয়াদের মামা সালাউদ্দিন বলেন, জিয়াদ হয়ত পানির নিচে ডুবে গেছে। তাই ওয়াসার ক্যামেরায় তা ধরা পড়ছে না। তারা উদ্ধার করতে না পেরে বলছে ওখানে কিছু নেই। শব্দ পাওয়ার কথা বলল, জুস খাওয়ার কথা বলল আর এখন বলছে ওখানে কেউ নেই।
উল্লেখ্য, রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে পাম্প থেকে প্রায় ১০০ গজ দূরে রেলওয়ে কলোনির একটি বাড়ির দোতলার একটি কক্ষে পরিবারের সঙ্গে থাকে জিহাদ। তার বাবা নাসির উদ্দিন মতিঝিলের একটি বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী। দুই ভাই, এক বোনের মধ্যে জিহাদ সবার ছোট।

 

শুক্রবার বিকেল চারটার দিকে প্রায় চারশ ফুট গভীর একটি পরিত্যক্ত পাইপে পড়ে যায় জিয়াদ। ফায়ার সার্ভিসের কর্মীরা পাইপের ভেতর রশি ফেলে অন্তত ৫ বার শিশুটিকে তোলার চেষ্টা করে। তবে সে চেষ্টায় ব্যর্থ হয়। ওই সময় শিশুটি পাইপের নিচে আছে এবং সে জুস খাচ্ছে বলে উদ্ধারকর্মীদের পক্ষ থেকে জানানো হয়। পরবর্তী সময়ে ওয়াসার অত্যাধুনিক বোরহোল ক্যামেরা দিয়ে পাইপের নিচে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়। সবশেষে উদ্ধারকর্মীদের পক্ষ থেকে নিচে কোনো শিশু নেই বলে জানিয়ে কার্যক্রম গুটিয়ে নেওয়া হয়।

এ দিকে, ফায়ার সার্ভিস কার্যক্রম গুটিয়ে নেওয়ার পর ওশ্যান ওয়াইস নামের একটি বেসরকারি সংগঠন নতুন করে উদ্ধারকাজে অংশ নেয়। তারা একটি বিশেষ ক্যামেরা পাইপে প্রবেশ করিয়ে দেখছে শিশু জিয়াদ সেখানে নেই। তাদের ক্যামেরাটি ২৪০ ফুট পর্যন্ত যাওয়ার কিছু কর্কশিট দেখতে পাওয়া যায়। স্বেচ্ছাসেবকরা নানাভাবে পরীক্ষা করে দেখতে পেয়েছে কর্কশিটের নিচে কোনো পানিও নেই। এছাড়া জুসের প্যাকেটও পায়নি তারা।

রাজধানীর শাহজাহানপুর রেলওয়ে কলোনিতে প্রায় চারশ ফুট গভীর একটি পাইপে পড়ে যাওয়া শিশু জিয়াদকে (৪) সাড়ে নয় ঘণ্টা পরও (রাত ১.১৫টা পর্যন্ত) উদ্ধার করা যায়নি। তবে সে জীবিত আছে এবং জুস খাচ্ছে বলে সর্বশেষ খবরে জানা গেছে। – See more at: http://www.thereport24.com/article/77399/index.html#sthash.XeTg9AUo.dpuf

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া