adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাকিস্তানে স্কুল শিশু হত্যাকাণ্ডে এই সেই ছয় জঙ্গি

TAL-1418826123আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানে পেশোয়ারের স্কুলে তালেবানদের চালানো গণহত্যা মানব ইতিহাসকে কলঙ্কিত করেছে, দূষিত করেছে। এই কলঙ্কের জন্মদাতা তালেবানের সাত সদস্যের মধ্যে ছয়জনকে এরই মধ্যে চিহ্নিত করা গেছে। 
বুধবার পাকিস্তান জুড়ে যখন চলছে মাতম, তখন জঙ্গিগোষ্ঠী তালেবানের মুখপাত্র মুহাম্মদ খুরাসানি ইমেইলে প্রকাশ করল হামলায় অংশ নেওয়া ছয় জঙ্গির ছবি। খুরাসানির বর্ণনামতে, হামলার কিছু সময় আগে একসঙ্গে ছয় জঙ্গির দলবদ্ধ ছবি তোলা হয়। এ সময় তাদের পেছনে আরবিতে লেখা একটি ব্যানার ছিল।
এরাই সেই শিশু হত্যাকারী, মঙ্গলবার যারা পেশোয়ারের আর্মি পাবলিক স্কুলে ঢুকে ক্লাস থেকে ক্লাসে গিয়ে বর্বর হত্যাযজ্ঞ চালায়। এরাই সেই জঙ্গি, যারা পুড়িয়ে দেয় স্কুল-অধ্যক্ষকে। এদের হাতেই ঝরে গেছে ১৪১টি তাজা প্রাণ। 
তালেবান মুখপাত্র জঙ্গিদের ছবি প্রকাশ করলেও তাদের নাম-পরিচয় উল্লেখ করেনি। শুধু বলেছে, আরো বড় বড় হামলা চালানো হবে। সামরিক বাহিনী থেকে সাধারণ পাকিস্তানিদের দূরে থাকতে বলেছে সে। খুরাসানি বলেছে, তালেবান সদস্যদের মারার প্রতিশোধ নিতে তারা এই হত্যাকাণ্ড চালিয়েছে। 

downloadখুরাসানি ছবির বর্ণনায় বলেছে, হামলার আগে তাদের ছয় সদস্য প্রথমে একটি কক্ষে ও পরে বাইরে ছবি তোলে। প্রথমবার সাধারণ পাকিস্তানির মতো পোশাক ছিল তাদের গায়ে। দ্বিতীয়বার তাদের গায়ে ছিল সেনাবাহিনীর পোশাক। এই সেনাবাহিনীর পোশাক পরেই তারা স্কুলে ঢুকে হত্যাকাণ্ড চালায়। 
তথ্যসূত্র : ডেইলি মেইল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া