adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

দুই ডিসিসির বিনোদন পার্ক ছিনতাইকারীর দখলে

imagesতোফাজ্জল হোসেন: ঢাকা দুই সিটি করপোরেশন বিনোদনকেন্দ্র ও পার্কগুলো আবার ও মাদক স্পট আর ছিনতাইকারী ও ভবঘুরেদের আখড়ায় পরিণত হয়েছে। নগরীর পার্কগুলোতে এখন মাদক ব্যবসায়ীরা জমজমাটভাবে বানিজ্য চালিয়ে যাচ্ছেন। ভদ্রলোকেরা বিনোদনের জন্য এখন বিনোদনকেন্দ্র ও পার্কগুলোতে  আসতে নিরাপদ মনে করছেন না।
অব্যবস্থাপনা, তদারকি ও সুষ্ঠু রক্ষনাবেক্ষণের অভাবে বিনোদন তো দূরের কথা,দিনের বেলায় ভদ্রলোকের হাঁটা-চলাও নিরাপদ নয়। সন্ধ্যার পরে পার্কগুলোতে ছড়িয়ে পড়ে মাদক দুর্গন্ধ। আবার অনেক পার্ক দখল করে অবৈধ বাণিজ্য করছে। বসানো হয়েছে গাড়ির স্ট্যান্ড। রাজধানীর ৪০টি পার্কের মধ্যে দুই একটি বাদে অধিকাংশের করুন দশা। এর মধ্যে ১৬টি পার্কেরই পুরানো ঢাকায়। এলাকাবাসীর অভিযোগ,রক্ষণাবেক্ষণের অভাবে পার্কগুলোর পরিবেশ নষ্ট হয়ে  যাচ্ছে।
ডিসিসি দক্ষিণের প্রকৌশল শাখা বলছেন, নগরীর বিনোদনকেন্দ্র পার্কগুলো উন্নয়নের জন্য পরিকল্পনা নেয়া হয়েছে। গুলিস্তান পার্কের মতো পর্যায়ক্রমে সবগুলোপার্ক সংস্কার করা হবে। ডিসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা খালেদ আহমেদ পার্কে মাদকসেবীও ভবঘুরেদের আস্তানা গড়ে উঠা প্র্রসঙ্গে বলেন, কিছুদিন পরপর উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তবে দুই-একটি পার্কে মাদকসেবী, মাদক বিক্রেতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তারা গোপনে এসব করে থাকে। মাঝে মধ্যে মোবাইল কোট পরিচালনা করা  হয়। আবারও ভবঘুরেরা আড্ডা জমায়।
ডিসিসি দক্ষিণে যেসব পার্ক রয়েছে। সেগুলো হচ্ছে সায়েদাবাদ পার্ক, বাহাদুর শাহ পার্ক, নাজিরা বাজার পার্ক, সিরাজউদ্দৌলা পার্ক, আরমানিটোলা পার্ক, হাজারীবাগ পার্ক, হাজারী বাজার কসাইখানা পার্ক, বংশাল মোড়ের পার্ক, নবাবগঞ্জ পার্ক, ইংলিশ রোডপার্ক,নয়াটোলাপার্ক গোলাপবাগপার্ক, ধূপখোলা পার্ক, যাত্রাবাড়ী চৌরাস্তা পার্কের  নাম বিশেষভাবে উল্লেখ যোগ্য  এর মধ্যে কোনোটির অস্তিত্বই নেই। 
সরেজমিন ঘুরে দেখা গেছে পার্কের জায়গা দখল কারিদের শনাক্ত করাও দুঃসাধ্য। যাত্রাবাড়ী চৌরাস্তার পার্কটি রাস্তার সঙ্গে বিলীন হয়ে গেছে। হাজারীবাগ পার্কটি ভবঘুরে আখড়ায়। সন্ধ্যা হলেই নানা অসামাজিক কর্মকান্ড চলে পার্কটিতে। এমনকি দিনের বেলাও মাদকসেবীরা পার্কটিতে নিরাপদে মাদক সেবন করে। নয়াটোলা শিশুপার্কে অধিকাংশ এলাকা রয়েছে অবৈধ দখলে। পৃথক কোনো বেষ্টনী না থাকায় পার্কটি মানুষ চলাচলের পথ হিসেবে ব্যবহার হচ্ছে।
রাজধানীর শাহবাগে জাতীয় শিশুপার্কের বিকল্প হিসেবে ১৯৮৭ সালে ঢাকা  দক্ষিণ সিটি করপোরেশন (ডিসিসি) ইংলিশ রোডে শিশুদের বিনোদনের জন্য বড় পরিসরে শিশুপার্ক গড়ে তুলেছিল। নয়াবাজার শিশুপার্ক ঢাকার শিশুদের চিত্তবিনোদনের একমাত্র পার্কটি এখন অস্তিত্ব সংকটে। স্থানীয়রা জানান, পার্কগুলো যথারিতি সংস্কার করা হয়না। ফলে দিনে দিনে পার্কগুলোর বেহাল দশা হতে চলেছে। এ ব্যাপারে ডিসিসি দক্ষিণের প্রধান সম্পত্তি কর্মকর্তা  খালেদ আহমেদ বলেন,পার্কগুলোর রক্ষণাবেক্ষণ ও দখলমুক্ত করার জন্য সম্পত্তি বিভাগ অবৈধ স্থপনা এবং ভবঘুড়েদের মঝে মধ্যে উচ্ছেদ পরিচালা করে থাকে। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া