adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘সরকারের গুম-খুনের দায় নেবে না জাপা’

fileনিজস্ব প্রতিবেদক : সরকারে থাকলেও গুম-খুন, হত্যা ও দলীয়করণের দায়-দায়িত্ব নেবে না জাতীয় পার্টি (জাপা)।

দলটির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু বলেছেন, ‘আমরা সরকারের পার্টনার নই। আমরা কৌশলগত কারণে সরকারের অংশ। এই সরকারের গুম-খুন, হত্যা ও দলীয়করণের কোন দায়-দায়িত্ব আমরা নিবো না।’

বনানীতে এরশাদের রাজনৈতিক কার্যালয়ে শনিবার সকাল সাড়ে ১১টায় এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

১ জানুয়ারি দলটির ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে জাপা।

জিয়াউদ্দিন আহমেদ বলেন, ‘‘আমরা সরকারের পার্টনার নই। জাতীয় ঐক্যের প্রয়োজনে সরকারে আছি। তাই সরকারের গুম-খুন, হত্যা ও দলীয়করণের দায়-দায়িত্ব নেব না।’

মহাজোট সরকারের ৫০ জনের মন্ত্রিসভায় ৩ জন মন্ত্রী আছে জাপার।

এ প্রসঙ্গ টেনে জিয়াউদ্দিন বলেন, ‘মন্ত্রিসভায় থাকলেও সরকারের নীতির সঙ্গে আমাদের নীতির তফাৎ আছে।’

তাহলে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা কোনো হঠকারী সিদ্ধান্ত নেব না। পদত্যাগ করলেই যে সরকারের পতন হবে তা তো নয়।’

জাপার এই মহাসচিব বলেন, ‘সরকার পরিবর্তনের দু’টি পদ্ধতি রয়েছে। একটি হল আরেকটি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা। অন্যটি হল সংসদে অনাস্থা বিল আনা।’

তিনি বলেন, ‘অনাস্থা বিল আনলেও সরকারের পতন হবে না। কারণ, আমরা মাত্র ৪০ জন। কিন্তু প্রয়োজনে আমরা না ভোটের দাবি জানিয়ে সরকারকে একটি বার্তা দিতে চাই।’

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সরকার যদি গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় তাহলে রাস্তায় নামবে জাপা।’ ১ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানের মহাসমাবেশে ১০ লাখ লোকের সমাবেশ ঘটানো হবে বলে জানান তিনি।

বাবলু বলেন, ‘ওইদিন আওয়ামী লীগ-বিএনপির রাহু থেকে দেশবাসীকে মুক্তির জন্য ১ বছরের কর্মসূচি ঘোষণা করা হবে।’

মহাসমাবেশ সফল করার জন্য ১০১ সদস্যের প্রস্তুতি কমিটিও ঘোষণা করা এই কমিটির আহবায়ক জিয়াউদ্দিন আহমেদ বাবলু নিজেই। সংবাদ সম্মেল উপস্থিত ছিলেন, জাপার ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক সৈয়দ আবু হোসেন বাবলা, মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়শল চিশতী, প্রেসিডিয়াম সদস্য এম এ হান্নান, আবুল কাশেম, এ্যাডভোকেট সালমা ইসলাম এমপি, এম এ মান্নান, সাইদুর রহমান টেপা, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মনিরুল ইসলাম মিলন প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া