adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়

India-ausক্রীড়া প্রতিবেদক :  : সদ্য প্রায়াত সর্তীর্থ হিউজের স্মৃতি নিয়েই মাঠে নেমেছিলো অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম টেস্ট জুড়েই ছিলো হিউজ।  অ্যাডিলেইড টেস্টে অসিদের ‘হার না মানা’ মানসিকতার কাছেই শেষ পর্যন্ত নতি স্বীকার করলো ভারত। এক পর্যায়ে জয়ের সুগন্ধ পাচ্ছিলো ভারত। কিন্তু তারা কক্ষচ্যুত হলো। ব্যাকফুটে অস্ট্রেলিয়া উঠে এলো চালকের আসনে। ১২টি উইকেট নিয়ে নাথান লায়ন ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। যখন এক সেশনে মাত্র ৭৩ রানের ব্যবধানে আট আটটি উইকেট হারিয়ে ৪৮ রানের পরাজয় শিকার করলো ভারত।
এই টেস্টের শিরোনাম হতে পারতেন বিরাট কোহলি। দুই ইনিংসে জোড়া সেঞ্চুরি করে স্বাগতিকদের পরাজয়ের হুমকি দিচ্ছিলেন খোদ ভারত অধিনায়কই। এক্ষেত্রে তাকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন মুরালি বিজয়। জাগিয়েছিলেন সেঞ্চুরির সম্ভাবনাও। তবে শেষ পর্যন্ত এক রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফিরতে হয় ভারতীয় ওপেনারকে। সফরকারীদের দ্বিতীয় ইনিংসের ৭০তম ওভারের প্রথম বলে ব্যক্তিগত ৯৯ রান করে নাথান লিওনের বলে এলবিডব্লিউয়ের শিকার হন তিনি। যা ম্যাচের চিত্রপট বদলে দেয়। ক্রিকইনফো
তবে উইকেটের আরেক প্রান্তে ঠিকই সপাটে ব্যাট চালাচ্ছিলেন আগুণে ফর্মে থাকা কোহলি। অস্ট্রেলিয়ার মাটিতে ৫৫ বছরের রেকর্ড ভেঙে প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও সেঞ্চুরি তুলে নেন তিনি। এরপর দলকে জয়ের বন্দরে ভেড়াতে ১৫০ রানের দিকে ছুঁটছিলেন তিনি। কিন্তু ১৪১ রানে গিয়ে থামতে হয় তাকে। তিনি ভারতের সপ্তম ব্যাটসম্যান হিসেবে লিওনের শিকার হলে ‘কুফা’ লাগে টিম ইন্ডিয়ার ভাগ্যে। কেননা ৩০৫ রানে কোহলি আউট হওয়ার পর মোহাম্মদ সামি (৫), বরুণ অ্যারন (১) ও ইশান্ত শর্মা (১) মাত্র ১১ রানের ব্যবধানে আউট হন।
ফলে নাটকীয়ভাবে ৮৭.১ ওভারে গিয়ে ৩১৫ রানে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় ভারত। যখন লক্ষ্য থেকে আরো ৪৮ রান দূরে সফরকারীরা। অথচ আজ টেস্টের শেষ ও পঞ্চম দিনে খেলার সিংহভাগ সময় ভারতের হাতেই লাগাম ছিল। কিন্তু শেষ বিকেলে প্রতিপক্ষের রান তাড়া করতে গিয়ে একটু বেশি তড়িঘড়ি করে নিজেদের ফাঁদে নিজেরাই পা দেয় তারা। আর ম্যাচ হেরে বসে। প্রসঙ্গত, এই টেস্টের প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া ৭ উইকেটে ৪১৭ রান করে ইনিংস ঘোষণা করে। এমনকি দ্বিতীয় ইনিংসেও চ্যালেঞ্জ নিয়ে ইনিংস ঘোষণা দেন ক্লার্ক। তবে এবার ২৯০ রানেই। ভারত প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল ৪৪৪ রান। অর্থাৎ, দ্বিতীয় ইনিংসে ভারতের জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়িয়েছিল ৩৬৪ রান।
সংক্ষিপ্ত স্কোর:
অস্ট্রেলিয়া: ৫১৭/৮ ডিক্লে. ও ২৯০ (ডিক্লে)
ভারত: ৪৪৪ ও ৩১৫

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া