adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আবার খালেদার ‘মার্চ ফর ডেমোক্রেসি’

indexআনোয়ার চৌধুরী: আবারও ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি দেওয়ার কথা ভাবছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নতুন বছরের প্রথম দু’মাস সরকারবিরোধী আন্দোলনের নতুন পর্ব সফল হলেই মার্চে এ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হতে পারে। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একাধিক সূত্রে মিলেছে এ আভাস।
সূত্রমতে, আগামী ২৬ মার্চ স্বাধীনতা দিবসের আগেই পালিত হতে পারে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি। এর আগে চলতি ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকেই অহিংস কর্মসূচির মাধ্যমে রাজপথের আন্দোলনে ফিরবে বিএনপি। অহিংস কর্মসূচিকে ফেব্র“য়ারির মধ্যেই ‘সহিংস’ রূপ দেওয়ারও পরিকল্পনা আছে দলটির। অপ্রকাশ্যে সেভাবেই প্রস্তুতি নিচ্ছে বিএনপি ও দলটির ১১ অঙ্গ-সহযোগি সংগঠন। অভিন্ন প্রস্তুতি নিচ্ছে বিএনপির জোটবন্ধু জামায়াতসহ ২০-দলীয় জোটের ছোট-বড় ১৯ রাজনৈতিক দল।
বিএনপির এক শীর্ষ নেতা জানিয়েছেন, ঘোষণা দিয়েও ২০১৩ সালের ২৯ ডিসেম্বর ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনে ব্যর্থতার ক্ষত এখনও বয়ে বেড়াচ্ছেন খালেদা জিয়া। এ বিষয়ে এখনও তিনি ক্ষুব্ধ হয়ে আছেন দলের কয়েকজন দায়িত্বশীল নেতার ওপর। বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের কয়েকজন ঘনিষ্ঠ রাজনীতিকের সঙ্গে আলাপকালে বিএনপি চেয়ারপারসন স্পষ্ট বলেছেন, ‘মার্চ  ফর ডেমোক্রেসি’ সফল হলেই ৫ জানুয়ারি একতরফা নির্বাচনের সুযোগ পেত না আওয়ামী লীগ। ওই নির্বাচনের আগে সারাদেশের ৪৭ জেলা বিএনপিরই নিয়ন্ত্রণে ছিল। ব্যর্থ ছিল ঢাকাকেন্দ্রীক আন্দোলন। যার মাশুল টানতে হচ্ছে এখন।’

বিএনপির সূত্রগুলো জানিয়েছে, ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি বিষয়ে খালেদা জিয়ার আগ্রহ দেখে দলের কয়েকজন প্রভাবশালী নেতা ফের এ কর্মসূচি দেওয়ার পক্ষে মত দিয়েছেন।  বিশেষ করে ঢাকা মহানগর বিএনপির পরিবর্তিত আহ্বায়ক কমিটির কয়েকজন নেতা এ কর্মসূচি নতুন করে ঘোষণার পক্ষে।  নতুন বছরের প্রথম দু’মাস ঢাকার রাজপথে পরিকল্পনা অনুযায়ী উত্তাপ ছড়ানো গেলে মার্চে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালনে সমস্যা হবে না বলেও দলীয় নেত্রীকে আশ্বস্ত করেছেন।  ঢাকা মহানগর নেতাসহ বিএনপির কয়েকজন নীতিনির্ধারণী নেতার মতামত জানার পর বিষয়টি নিয়ে ইতোমধ্যে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের জেষ্ঠ্য নেতাদের সঙ্গে কথা বলেছেন খালেদা জিয়া।  ‘মার্চ ফর ডেমোক্রেসি’র মাধ্যমে সরকারকে ‘জনধাক্কা’ দেওয়ার বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলে অঙ্গ-সহযোগি সংগঠনের নেতারা আশাবাদ ব্যক্ত করেন।
সূত্রমতে, বিএনপি নেতারা আন্দোলন প্রশ্নে এখন থেকেই উত্তপ্ত বক্তব্য-বিবৃতি দিলেও আগামী ৫ জানুয়ারি সরকারের বছরপূর্তির দিন পর্যন্ত রাজপথে উত্তাপ ছড়িয়ে পড়ার মতো কোনও কর্মসূচি দেওয়া হচ্ছে না। ৫ জানুয়ারি ঢাকায় একটি সমাবেশ এবং দেশব্যাপী কালোপতাকা ধারণ করে মানবপ্রাচীর করতে পারে দলটি। এর আগে  আগামী ১৩ ডিসেম্বর নারায়ণগঞ্জে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন খালেদা জিয়া। এর বাইরে ডিসেম্বরে আরও কিছু অহিংস কর্মসূচি দিতে পারে দলটি। তবে ডিসেম্বরের অহিংস কর্মসূচিকে আগামী ফেব্র“য়ারির মধ্যেই ‘সহিংস আন্দোলনে’ রূপ দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে এখন থেকেই।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক সদস্য জানান, বিএনপির উত্তপ্ত আন্দোলন শুরু হতে পারে জানুয়ারিতে। বিশেষ করে জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরকালে বাংলাদেশে হরতাল-অবরোধের মতো কর্মসূচি দিতে পারে বিএনপি। এছাড়া ফেব্র“য়ারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের আগে-পরেও দেওয়া হতে পারে কঠোর কর্মসূচি। ‘সবকিছু ক্ষমতাসীন আওয়ামী লীগের নিয়ন্ত্রণে’- বারাক ওবামা এবং মোদীর যাতে এমন ধারণা না হয়, সে উদ্দেশেই দেওয়া হবে কঠোর কর্মসূচি। জানুয়ারি-ফেব্র“য়ারির কর্মসূচি সফল হলেই ‘মার্চ ফর ডেমোক্রেসি’ বা ভিন্ন নামে একই আদলের কর্মসূচি দিয়ে সরকারকে বড় ধরনের ‘ধাক্কা’ দেওয়া হতে পারে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া