adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আজীবন নিষিদ্ধ হলেন লুৎফর রহমান বাদল

আজীবন নিষিদ্ধ হলেন লুৎফর রহমান বাদল

নিজস্ব প্রতিবেদক : লুৎফর রহমান বাদলকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনস্থ সকল ক্রিকেট কার্যক্রম থেকে আজীবন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া তারিকুল ইসলাম টিটুকে ৫ বছরের জন্য এবং সাব্বির আহমেদ রুবেলকে ৩ বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনস্থ সকল ক্রিকেট কার্যক্রম থেকে নিষিদ্ধ করা হয়েছে।

মঙ্গলবার রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর ডিসিপ্লিনারি কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শাস্তির ঘোষণা দেয় ডিসিপ্লিনারি কমিটি।

সিসিডিএম ও আম্পায়ার্স কমিটির সুপারিশক্রমে মঙ্গলবার বিসিবি ডিসিপ্লিনারি কমিটি এক জরুরি সভার আয়োজন করে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লিজেন্ডস অব রুপগঞ্জের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল কর্তৃক সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টসহ নির্বাচিত পর্ষদ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড সম্পর্কে অশালীন, আপত্তিকর, শিষ্টাচার বর্হিভূত আচরণ এবং ক্রিকেটকে অবমাননা করে মিথ্যা ভিত্তিহীন বক্তব্যের উপর বিস্তারিত আলোচনা হয়। উক্ত মন্তব্য দেশ ও বিদেশে বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভাবমূত্তি চরমভাবে ক্ষতিগ্রস্থ করেছে।

এ ছাড়াও লিজেন্ডস অব রুপগঞ্জ ক্লাবের কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু এবং সাব্বির আহমেদ রুবেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের খেলাচলাকালীন সময়ে ক্রমাগতভাবে ম্যাচ অফিসিয়ালদেরকে ভয়ভীতি প্রদর্শন করে অশালীন ও আপত্তিকর মন্তব্য প্রদান করায় তাদের এই শাস্তি দেওয়া হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া