adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বল্প বাজেটের ট্যাবলেট Lenovo A1000 |

বাজারে এলো নতুন  Lenevo ট্যাবলেট | ট্যাবলেটটির প্রসেসিং স্পীড  ভাল এবং touch screen বেশ সমতাপূর্ণ। আসুন এক নজরে দেখে নেই স্বল্প বাজেটের Lenovo http://joyparajoy.com/bg/wp-content/uploads/2014/12/111.jpgA1000 কিছু ফিচার : এই ট্যাবলেটটিতে রয়েছে ১.২ গিগাহার্জ প্রসেসর। বড় কথা হচ্ছে এতে ১ জিবি রযাম  ব্যাবহার করা হয়েছে। যা ট্যাবলেটটিকে করছে উচ্চ গতি সম্পন্ন এবং মাল্টি-টাস্কিং কাজ গুলো ভাল ভাবে করা যায়। জিপিও হিসেবে ব্যাবহার করা হয়েছে PowerVR SGX531u। দেখে নিন PowerVR SGX531u জিপিও দিয়ে NFS Most Wanted গেমপ্লে :

ট্যাবলেটটির ডিজাইন দেখতে বেশ আকর্ষণীয়।এর ডাইমেনসন হল ১৯৯ x ১২১ x ১০.৭ মিমি ও ওজন ৩৪০ গ্রাম।
সীমাবদ্ধতা বলতে এতে ৪ জিবি অভ্যন্তরীণ মেমরি রয়েছে , যা অনেক কম। কারন অনেক এপ্লিকেশন চললে বেশী মেমরি দরকার তাই এক্সটার্নাল মেমরি আব্যশক। VGA ক্যামেরা ব্যাবহার হয়েছে।
এছাড়া দামের দিক থেকে তূলনা করলে Lenovo A1000 ট্যাবলেটটি অনেক ভাল ট্যাবলেট।  ডিসকাউন্ট অফারে Lenovo A1000 ট্যাবলেটটির দাম ১১৮০০ টাকা। অব্যশ্য বাজারে এর নিয়মিত দাম ১৪০০০-১২৫০০ টাকা পর্যন্ত। যাদের বাজেট ১২০০০ টাকার মধ্যে তারা Lenovo A1000 ট্যাবলেটটি কিনতে পারেন।
সবাই ভাল থাকবেন। ধন্যবাদ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া