adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টিউলিপের নির্বাচনী তহবিল সংগ্রহে ডিনার পার্টি

news_img79ডেস্ক রিপোর্ট : টিউলিপ সিদ্দিকীর নির্বাচনী তহবিল সংগ্রহের জন্য রবিবার ছিল ফান্ড রেইজিং ডিনার পার্টি। লন্ডনের ইমিগ্রেশন ইভেন্টস ভেন্যুতে এই ডিনার পার্টি অনুষ্ঠিত হয়। ডিনারে স্থানীয় লেবার পার্টির নেতাকর্মী, প্রবাসী বাংলাদেশি, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় লেবার পার্টির বাংলাদেশি বংশোদ্ভূত একমাত্র এমপি রোশনারা আলীও উপস্থিত ছিলেন। ফান্ড রেইজিং অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে আবেগ তাড়িত কণ্ঠে টিউলিপ সিদ্দিকী বলেন, আমার নানা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুর পর আমার মা ব্রিটেনে এসে আশ্রয় নিলে আপনারা সকলে আমাদের সহযোগিতা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় নানা বঙ্গবন্ধু ও ততপরবর্তী অবস্থায় আপনারা যেভাবে সহযোগিতা ও সাহায্য অব্যাহত রেখেছিলেন, ঠিক একইভাবে আগামী মে ২০১৫ সালের মাসের নির্বাচনে সব ধরনের সাপোর্ট, সাহায্য আর সহযোগিতা করবেন- আমি সেটাই আশা করি।
টিউলিপ তার ফান্ড রেইজিং ডিনারে সকলের সাপোর্টের প্রশংসা করে বলেন, ব্রিটিশ জনগণের জীবন মান উন্নয়ন এবং কল্যাণে লেবার পার্টি বেশি অগ্রাধিকার ভিত্তিতে কাজ করে থাকে। বর্তমান কোয়ালিশন সরকার এনএইচএসসহ সকল ক্ষেত্রেই কাট নীতি গ্রহণ করছে, যা আমাদের অত্যাবশ্যকীয় সেবার ক্ষেত্র সংকুচিত করে ফেলছে। আমাদের এনএইচএসসহ অত্যাবশ্যকীয় সার্ভিসসমূহ বাঁচিয়ে রাখার জন্য লেবার পার্টির ক্ষমতায় যেতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।ফান্ড রেইজিং ডিনারে রোশনারা আলী এমপি বলেন, আপনাদের সমর্থন নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে আমি ঢুকেছি। আমার মনে হচ্ছে টিউলিপ সিদ্দিককে আপনারা ভোট দিয়ে পার্লামেন্টে পাঠাবেন। শুধু টিউলিপ নয়, এ যাত্রায় রূপা, আনোয়ার বাবুলসহ আরো অনেককে পাঠাবেন বলে আশা করি।
অনুষ্ঠানে খন্দকার মাশরুর হোসেনও বক্তব্য দেন। এ সময় ফান্ড রেইজিং ডিনারে তিনি ৩ হাজার পাউন্ডে বাংলাদেশ ক্রিকেট দলের স্বাক্ষর সম্বলিত একটি দুর্লভ ক্রিকেট ব্যাট কেনেন।
উল্লেখ্য, টিউলিপ সিদ্দিকী হ্যাম্পস্ট্যাড কিলবার্ন আসন থেকে লেবারের টিকেটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী বছরের মে মাসে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে এমপি ছিলেন গ্লেন্ডা জ্যাকসন। তিনি অবসরে গেলে লেবার পার্টির টিকেট পান টিউলিপ। বিগত নির্বাচনে এই আসনে টোরি পার্টি ৪২ ভোটের ব্যবধানে হেরে যায়। এবার এই আসনে টিউলিপের বিপরীতে আছেন সায়মন মার্কাস।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া