adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বাংলাদেশ জরুরি পানি পাঠাচ্ছে মালদ্বীপে

আন্তর্জাতিক ডেস্কঃ মালদ্বীপে খাবার পানির তীব্র সঙ্কট দেখা দেওয়ায় বাংলাদেশ জাহাজ ভর্তি বোতলজাত পানি পাঠাচ্ছে।


একশ টন খাবার পানি নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ চট্টগ্রাম থেকে রওয়ানা হয়েছে।


মালেতে বাংলাদেশের হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এএসএমএ আওয়াল বিবিসি  জানিয়েছেন, বোতলজাত পানি এবং লবণাক্ত পানি শোধন করার পাঁচটি বহনযোগ্য প্লান্ট নিয়ে নৌবাহিনীর জাহাজ বিএনএস সমুদ্র বিজয় এ মাসের ১১ তারিখ নাগাদ মালদ্বীপে পৌঁছুবে।


মালের একমাত্র পানি শোধনাগারটির সুইচ রুমে বৃহস্পতিবার আগুন লেগে বিকল হয়ে পড়ায় এই সঙ্কট তৈরি হয়।


রাজধানী মালের বাসাবাড়ি থেকে শুরু করে অফিস-আদালত, হোটেল রেস্তোরা সহ সবজায়গায় এই একটি শোধানাগার থেকে সুপেয় এবং গেরস্থালিতে ব্যবহারযোগ্য পানি সরবরাহ হয়।


ফলে এই দুর্ঘটনায় গত কদিন ধরে অভাবনীয় পানি সঙ্কট দেখা দিয়েছে।রিয়ার অ্যাডিমরাল এএসএম আওয়াল বলেন, "বন্ধুপ্রতীম দেশের এই সঙ্কটে সাহায্যের জন্য বাংলাদেশ এগিয়ে এসেছে। তাছাড়া বহু বাংলাদেশীও মালদ্বীপে বসবাস করছেন।"


সরকারের পক্ষ থেকে স্কুলের মাঠে, রাস্তার মোড়ে মোড়ে খাবার জন্য জরুরী ভিত্তিতে কিছু পানি দেওয়া হচ্ছে। সেখানেও হুড়োহুড়ি চোখে পড়েছে।


কোনো কোনো বিদেশী সংবাদ মাধ্যমে বলা হয়েছে, পানির জন্য লাইন থেকে বিদেশী শ্রমিকদের বের করে দেওয়ার ঘটনা ঘটেছে।


তবে মি. আওয়াল জানান, বাংলাদেশীরা যাতে জরুরি পানি পেতে পারেন সে জন্য দূতাবাসের পক্ষ থেকে মালদ্বীপের সরকার এবং বিভিন্ন বেসরকারি দাতব্য সংস্থার সাথে তারা যোগাযোগ রাখছেন।


মালদ্বীপে সত্তর হাজারের মতো বাংলাদেশি বসবাস করেন। তার মধ্যে মালেতেই থাকেন অন্তত ত্রিশ হাজার।বাংলাদেশের হাইকমিশনার জানান, শোধনাগারটি এখন সীমিত আকারে পানি সরবরাহ করতে শুরু করেছে। ছয় ঘণ্টা পর পর সরবরাহ লাইনে এক ঘণ্টা করে পানি আসছে।


ভারতও এগিয়ে এসেছে


মালদ্বীপে পানির অভাব মেটাতে পানীয়  বোতল নিয়ে মালদ্বীপ গেছে ভারতের বিমান সেনারাও। আগেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল কেন্দ্রীয় সরকার। ইতিইমধ্যেই ভারত থেকে বিমানে করে পানি পাঠানো হয়েছে মালদ্বীপে।


গত দু’দিনে মোট পাঁচটি এয়ারক্রাফট রওনা হয়েছে মালদ্বীপে। রোববার ভারত থেকে মোট ৯০ টন পানি পাঠানো হয়েছে মালদ্বীপে।- বিবিসি

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া