adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

অসুস্থ সাংস্কৃতিক ব্যক্তিত্বদের প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

AKBER_thereport24-1নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনজন অসুস্থ চলচ্চিত্র ব্যক্তিত্ব ও একজন বংশীবাদককে আর্থিক সহায়তা প্রদান করেছেন। সোমবার বিকেলে তাঁর সরকারি বাসভবন গণভবনে তাদের প্রত্যেকের পরিবারের কাছে ২০ লাখ টাকা করে সঞ্চয়পত্র তুলে দেন। খবর বাসসের।

আর্থিক সহায়তাপ্রাপ্তরা হলেন- অসুস্থ চলচ্চিত্র অভিনেতা আবদুস সামাদ (টেলি সামাদ), চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকন, ‘রঙিন রূপবান’ ছবির অভিনেতা আবদুস সাত্তার এবং বংশীবাদক বাসুদেব দাস।

আবারো মহত্বের পরিচয় দিয়েছেন। তারা তাদের মেধার মাধ্যমে সারাজীবন সাধারণ মানুষকে বিনোদন দিয়েছেন।

সহায়তাপ্রাপ্ত এই সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী বলেন, তিনি তাঁর ছোট বোন শেখ রেহানার কাছ থেকে তাদের অসুস্থতার কথা জানতে পারেন। শেখ রেহানা জাতীয় দৈনিকগুলো থেকে এ তথ্য সংগ্রহ করেন।

অসুস্থ শিল্পীরা তাদের এই দুর্দিনে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। এ সময় টেলি সামাদ আবেগ আপ্লুত কণ্ঠে বলেন, তিনি সারাজীবন সাধারণ মানুষকে বিনোদন দিয়েছেন। কিন্তু তিনি আজ গুরুতর অসুস্থ।

জবাবে প্রধানমন্ত্রী বলেন, অসুস্থ সাংস্কৃতিক ব্যক্তিত্বদের জন্য সরকারের দায়-দায়িত্ব রয়েছে। কারণ তারা সারাজীবন তাদের কাজের মাধ্যমে সাধারণ মানুষকে আনন্দ দিয়েছেন। এসময় শেখ হাসিনা টেলি সামাদের বেশ কয়েকটি সংলাপের কথা উল্লেখ করেন।

বংশীবাদক বাসুদেব দাস বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর কন্যা শেখ হাসিনার কাছে জাতীয় পতাকা তুলে দিয়েছেন। এখন এই পতাকা রক্ষা করা ও জাতির মর্যাদা সমুন্নত রাখা তাঁর দায়িত্ব ও কর্তব্য।

অশ্রুসজল নয়নে আবদুস সাত্তার বলেন, রঙিন রূপবানসহ বিভিন্ন চলচ্চিত্রে তিনি অভিনয় করেছেন। তিনি বঙ্গবন্ধুর ওপরও একটি চলচ্চিত্র তৈরি করেছেন। আবদুস সাত্তার বলেন, ‘আজ আমি গর্ব অনুভব করছি। কারণ বঙ্গবন্ধুর কন্যা আমার দুর্দিনে আর্থিক সহায়তা নিয়ে এগিয়ে এসেছেন।

এসময় অসুস্থ চলচ্চিত্র পরিচালক শহীদুল ইসলাম খোকনের স্ত্রী জয়া চৌধুরী তার স্বামীর শারীরিক অবস্থা সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন।

এসময় অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম শামীম চৌধুরী এবং বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল উপস্থিত ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া