adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

রোনালদোর রেকর্ডময় রাত

রোনালদোর রেকর্ডময় রাতস্পোর্টস ডেস্ক : এবারের মৌসুমের শুরু থেকেই দুরন্ত ছন্দে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। রিয়াল মাদ্রিদের সবচেয়ে সেরা এই তারকা একের পর এক গোল আর হ্যাটট্রিক করাটা যেন ছেলেখেলা বানিয়ে ফেলেছেন! সেই সাথে গড়ছেন অনন্য সব রেকর্ড। এমনকি শনিবারের রাতটাকে বলা চলে একরকম রেকর্ডময়ই কাটল এই পর্তুগিজের। 
এই রাতে লা লিগায় সিআর-সেভেনের হ্যাটট্রিকে সেল্টা ভিগোকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এর ফলে স্পেনে বার্সেলোনার টানা ১৮ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করেছে কার্লো আনচেলত্তির দল। আর দলের রেকর্ডের ম্যাচে রোনালদো নিজেও বেশ কয়েকটি কীর্তি গড়েছেন।

হ্যাটট্রিকের মাধ্যমে রোনালদো যেসব কীর্তি গড়লেন:
*লা লিগার ইতিহাসে সর্বোচ্চ হ্যাটট্রিকের মালিক এখন রোনালদো। লিগে রিয়াল ফরোয়ার্ডের হ্যাটট্রিক দাঁড়িয়েছে ২৩টি। ২২টি করে হ্যাটট্রিক করে রোনালদোর নিচে আছেন আলফ্রেদো ডি স্টেফানো ও তেলমো জারা। আর ২০টি হ্যাটট্রিক নিয়ে তাদের পরেই আছেন বার্সেলোনা তারকা লিওনেল মেসি। তবে সর্বোচ্চ হ্যাটট্রিককারী হওয়ার এই লড়াইটা এখন চলবে বর্তমান বিশ্বের দুই সেরা ফুটবলার রোনালদো-মেসির মধ্যেই। কেননা স্টেফানো-জারা দু'জনই ফুটবল থেকে অবসর নিয়েছেন অনেক আগে। এই দু'জনের কেউ অবশ্য এখন বেঁচেও নেই।

*লা লিগার ইতিহাসে দ্রুততম ২০০ গোল করার রেকর্ড করেছেন রোনালদো। এই রেকর্ড গড়তে রিয়াল তারকা ম্যাচ খেলেছেন ১৭৮টি। 
*রিয়াল মাদ্রিদের প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় ঘরের মাঠে মৌসুমের প্রথম ৭ ম্যাচে গোল করার কীর্তি গড়েছেন রোনালদো। সান্তিয়াগো বার্নাব্যুতে ১৩১ ম্যাচে সিআর-সেভেনের গোল ১৫১টি। 

*লা লিগায় ঘরের মাঠে টানা ১৭ ম্যাচে গোল করলেন রোনালদো। টানা ১৮ ম্যাচে গোল করার রেকর্ড আছে সাবেক বার্সেলোনার তারকা ম্যারিয়ানো মার্টিনের।

*পুরো ক্যারিয়ারের রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা এখন ৩০টি। এর মধ্যে লা লিগায় এবারের মৌসুমেই এখন পর্যন্ত করলেন ৪টি হ্যাটট্রিক! ভাবা যায়?

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া