adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যানেজারকে বকশিস না দেয়ায় জীবন গেলো নবজাতকের -হাসপাতাল ঘেরাও

নবজাতকের মৃত্যুর অভিযোগে হাসপাতাল ঘেরাওডেস্ক রিপোর্ট :  ভুল চিকিতসায় নবজাতকের মৃত্যুর অভিযোগে হাসপাতাল ঘেরাও করেছে রোগীর স্বজন ও এলাকাবাসী। রবিবার সকাল ১০টায় নরসিংদীর ভেলানগর সুপ্রিম জেনারেল হাসপাতালে এ নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটে। 
এ ঘটনায় সকাল সাড়ে ১০টা থেকে ১২টা পর্যন্ত হাসপাতাল অবরুদ্ধ করে রাখে রোগীর স্বজন ও এলাকাবাসী। পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় হাসপাতালের ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষকে হাসপাতালে পাওয়া যায়নি।
নবজাতকের পিতা বিশ্বজিত চন্দ্র দাস অভিযোগ করে বলেন, আমার স্ত্রীকে হাসপাতালে আনার পর মঙ্গলবার অস্ত্রোপাচারের মাধ্যমে আমার ছেলে সন্তান জন্ম গ্রহণ করে। আমার ছেলে ভাল ছিল। আজ সকালে হাসপাতাল থেকে বাড়ি যাওয়ার কথাও ছিল। হাসপাতালের ম্যানেজার উজ্বল আমার নিকট ২০০ টাকা দাবি করে। টাকা না দেয়ায় তাকে ভুল পদ্ধতিতে ইনজেকশন দেয়া হয়। এর কিছুক্ষণ পরেই আমার ছেলের মৃত্যু হয়।
এ ঘটনায় অভিযুক্ত উজ্বল এবং হাসপাতালের আরেক ওয়ার্ডবয়কে আটক করেছে পুলিশ।  নরসিংদী সদর মডেল থানার এএসআই বিল্লাল হোসেন বলেন, নবজাতকের মৃত্যু হয়েছে। কিন্তু কি কারণে এ মৃত্যুর ঘটনা তা আমরা খতিয়ে দেখছি। ইতিমধ্যে এ ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া