adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

অপরাজিত থেকে শিরোপা জিতলো বাংলাদেশ

DSC_0259হুমায়ুন সম্রাট : সাবাশ বাংলাদেশের যুবরা। বিজয়য়ের মাসে ক্রিকেটের পর আরেকটি দারুণ জয় বাংলাদেশের যুব হকি খেলোয়াড়রা উপহার দিলো বাংলাদেশকে। আজকের দিনটি দেশের হকির ইতিহাসে চির স্বরণীয় হয়ে থাকবে একথা বলাই যায়। জুনিয়র এএইচএফ কাপ হকির গ্র“প পর্বে যে প্রতিপক্ষকে গুণে গুণে সাত গোল দেয়া হয়েছিল, তারাই যদি আবার ফাইনালে প্রতিপক্ষ হিসেবে আবিভূর্ত হয়, তাহলে স্কোরলাইন কত হতে পারে এবং কাদের পক্ষে হতে পারে তারা ধরানা করা যায় অতি সহজে। ঠিক তাই বাংলাদেশ অনূর্ধ-২১ হকি দল ফাইনালে ওমানকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো। রবিবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ফাইনালে গ্র“প পর্বের মতো এতগুলো গোল করতে পারেনি বাংলাদেশের যুবরা। একটু কম করেছে, এটুকুই যা পার্থক্য। এএইচএফ জুনিয়র হকির বাছাইপর্বের ফাইনালে প্রতিপক্ষ ওমানকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত শিরোপা অর্জন করেছে বাংলাদেশ অনুর্ধ-২১ জাতীয় হকি দল। সবমিলে বাংলাদেশ এই প্রতিযোগিতায় গোল করেছে মোট ৩৫টি! তবে অবিশ্বাষ্য হলেও সত্য একটি গোলও হজম করেনি বাংলাদেশ! 
এর আগে একই দিন সকালে অনুষ্ঠিত তৃতীয় স্থন নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপে ৬-২ গোলে হারায় শ্রীলঙ্কাকে। এ ধরনের টুর্নামেন্টে বাংলাদেশ এবারই প্রথম চ্যাম্পিয়ন হলো। টুর্নামেন্টের সেরা দু’দলের একটি হয়ে আগামী ২০১৫ সালে মালয়েশিয়ায় অনুষ্ঠিতব্য অনুর্ধ-২১ এশিয়া কাপে খেলা আগেই নিশ্চিত করেছিল স্বাগতিকরা। বাংলাদেশের মতো ওমানও জুনিয়র এশিয়ান কাপের খেলার যোগ্যতা অর্জন করেছে। প্রতিপক্ষ যতই দুর্বল হোক না কেন, তাদের হারিয়ে শিরোপার স্বাদ পাওয়াটা সবসময়ই মধুর। ওমানকে হারিয়ে ম্যাচ শেষে বাংলাদেশের যুবাদের উল্লাসে মাতোয়ারা হতে দেখা গেল। তবে তাতেও যেন পরিলক্ষিত হলো নিয়ন্ত্রিত ভাব। সবার হাতেই দেখা গেল বাংলাদেশের মিনি পতাকা। সেটি দুলিয়ে মাঠ প্রদক্ষিণ করলেন তারা। গ্যালারিতে উপস্থিত উপচে পড়া দর্শক তখন সমানভাবে আবেগে আপ্লূত। তাদের কেউ সেলফোনে খেলোয়াড়দের ছবি তুলছে, কেউ হাততালি দিচ্ছে, কেউবা পেটাচ্ছে ড্রাম।  নিজেদের প্রথম ম্যাচে চাইনিজ তাইপেকে ৭-০ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করে বাংলাদেশ। এরপর লাল-সবুজের পতাকাবাহীদের জয়রথ ছুটতেই থাকে। একে একে তারা পরাভূত থাইল্যান্ড (১০-০), ওমান (৭-০) ও শ্রীলঙ্কাকে (৭-০)। 
ম্যাচের শুরুতেই এগিয়ে যেতে পারতো ওমান। ১ মিনিটে প্রথম পেনাল্টি কর্নার (পিসি) পায় ওমান। কিন্তু সহজ সুযোগটি মিস করেন ওমানের আহম্মেদ সাঈদ। ম্যাচের ১০ মিনিটে পিসি পায় বাংলাদেশ। এবার পিসি মিস করেন খোরশেদুর রহমান। ১৬ মিনিটে এই খোরশেদের গোলে এগিয়ে যায় বাংলাদেশ।  মিলনের কর্নার, সারোয়ারের স্টপ। ড্র্যাগ এ্যান্ড পুশ করে গোল করেন খোরশেদ (১-০)। ২৩ মিনিটে বাংলাদেশের তৃতীয় পিসি। মিলন- সারোয়ার-খোরশেদ কম্বিনেশন। একপর্যায়ে বল পান আশরাফুল। তীব্র হিটে প্রতিপক্ষের পোস্টে বল পাঠান তিনি (২-০)। প্রথমার্ধে এ ব্যবধানেই এগিয়ে থাকে স্বাগতিকরা। ৩৭ মিনিটে পিসি থেকে আবারও খোরশেদ গোল করেন (৩-০)। ৫০ মিনিটে কৌশিকের সহায়তায় ফিল্ড গোল করেন দলীয় অধিনায়ক সারোয়ার হোসেন (৪-০)। বাংলাদেশ দলের গোলরক্ষক অসীম গোপ এ ম্যাচে দুর্দান্ত খেলেন। পুরো ম্যাচে ৬টি সেভ করেন তিনি। এছাড়া বাংলাদেশের কৌশিকের একটি গোল বাতিল করে দেন ম্যাচ আম্পায়ার। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে বাংলাদেশের কোচ মামুনুর রশিদকে যেন একটু বিব্রতই মনে হলো। হওয়ারই কথা, কেননা টুর্নামেন্ট শুরুর আগে যে দলকে কঠিন প্রতিপক্ষ হিসেবে রায় দিয়েছিলেন, সেই দলই যদি শোচনীয়ভাবে বাংলাদেশের কাছে অসহায় আত্মসমপর্ণ করে, তাহলে তো বিব্রত হওয়ার কথা। টুর্নামেন্ট শুরুর আগে যে ডিফেন্স লাইন নিয়ে চিন্তিত ছিলেন কোচ, সেই ডিফেন্স লাইন কোন গোল হজম করতে দেয়নি দলকে, বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেন কোচ। সেই সঙ্গে টুর্নামেন্ট শুরুর আগে ভারতে গিয়ে প্রস্তুতিমূলক ৭টি ম্যাচ খেলা, কোচ হিসেবে স্বাধীনভাবে কাজ করতে পারা, পর্যাপ্ত অনুশীলন, ইনজুরি ও শৃঙ্খলাজনিত সমস্যা না থাকা, সর্বোপরি টিম হিসেবে খেলতে পারা এবং আত্মবিশ্বাস নিয়ে খেলাকেই দলের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মূল কারণসমূহ হিসেবে চিহ্নিত করেন কোচ।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো- বাংলাদেশ, রানার্স আপ- ওমান, তৃতীয় স্থান অর্জনকারী- চাইনিজ তাইপে, সর্বোচ্চ গোলদাতা- খোরশেদুর রহমান (১০ গোল, বাংলাদেশ), সেরা গোলরক্ষক:-অসীম গোপ (বাংলাদেশ), সেরা উদীয়মান খেলোয়াড়- ইয়ে সি (চাইনিজ তাইপে), ফেয়ার প্লে ট্রফি- চাইনিজ তাইপে। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া