adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাদলকে দেখে নেবেন বিসিবি প্রেসিডেন্ট

বক্তব্য রাখছেন নাজমুল হাসান পাপনক্রীড়া প্রতিবেদক : সবকিছু ঠিকঠাকই চলছিল। ব্যর্থতার বৃত্তে বন্দি থাকা বাংলাদেশ ক্রিকেট দল জিম্বাবুয়েকে হারিয়ে স্বরূপে ফিরে এসেছে। বহুল আলোচিত সাকিব ইস্যুরও সমাধান হয়েছে। এক কথায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বছরের শেষ প্রান্তে তার আপন গতি ফিরে পেয়েছে! কিন্তু সেই গতি আর ধরে রাখা সম্ভব হয়নি।
ঢাকা প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়ন লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক লুতফর রহমান বাদল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কর্মকর্তাদের ‘চোর’ হিসেবে আখ্যায়িত করেছেন। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে বাদল বলেন, ‘এরা (বোর্ড কর্মকর্তারা) তো সব চোরচোট্টা। আমি মনে করি, সব কটাই চোর!’ 

ব্যবসায়ী লুতফর রহমান বাদলের দাবি, গুটি কয়েক বোর্ড কর্মকর্তা তার ক্লাবকে চ্যাম্পিয়ন না করার জন্য উঠেপড়ে লেগেছে। 
এদিকে লুৎফর রহমান বাদলের মন্তব্যে ভীষণ ক্ষুব্ধ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। বোর্ড সভাপতির ভাষ্য, ‘তার (বাদল) কথাবার্তা আপত্তিজনক, আমি এটা দেখব। যার যা প্রাপ্য তাকে তা দেওয়া হবে। কতগুলো বিষফোঁড়া যদি থেকে থাকে, আমরা তা কেটে ফেলতে দ্বিধা করব না। কতগুলো মানুষ যা ইচ্ছে বলে যাবে গণমাধ্যমে; একেবারে জঘন্য মিথ্যা কথা, এগুলো মেনে নেওয়ার মতো মানুষ আমি না।’
বিসিবি সভাপতির কাছে এক চিঠিতে চারটি ব্যাপারে অভিযোগ করেন লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক বাদল। অভিযোগের ব্যাপারে বিসিবি সভাপতি বলেন, ‘যদি অভিযোগ প্রমাণিত হয়, তাহলে অবশ্যই তার (বাদল) কথার ভিত্তি থাকবে। কিন্তু অভিযোগ যদি প্রমাণ করতে না পারে, পরিণতি কি হবে আপনারা বুঝতেই পারছেন।’
বোর্ড পরিচালক ও জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে বাংলাদেশের ক্রিকেটের কলঙ্ক বলে অভিহিত করেছেন বাদল। রূপগঞ্জের মালিকের ভাষ্য, ‘বোর্ডে একজন আছে, সুজন (খালেদ মাহমুদ), আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের কলঙ্ক সে। বাংলাদেশ ক্রিকেটের সব পদে আছে সেই বোর্ড পরিচালক, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, এক দলের কোচ, আরেক দলের ম্যানেজার। শুধু রুস্তমের (বিসিবির অফিস সহকারী) পদেই সে নাই।’  
আরেক বোর্ড পরিচালক ইসমাইল হায়দার মল্লিকের বিরুদ্ধে বাদলের অভিযোগ, ‘বোর্ড প্রেসিডেন্টের একটা কর্মচারী আছে, মল্লিক। তাকে দিয়ে সব করানো হয়। সে নিজেই সব হ্যান্ডেল করে। ফিকশ্চার থেকে শুরু করে মাঠ, আম্পায়ার, বোর্ডের সবকিছু সে করে। মল্লিকের ইশারা ছাড়া একটা আম্পায়ার কোথাও মুভ করতে পারে না। সেদিন আমাদের ম্যাচে আম্পায়ার ছিলেন গাজী সোহেল। আবাহনী ওই ম্যাচে হেরেছে। এখন আর তাকে আম্পায়ারিং দেবে না। তাকে সাসপেন্ড করা হয়েছে। তাহলে বোঝেন, আমি তো রেফারেন্স ছাড়া কোনো কথা বলছি না।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া