adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সমাজের সর্বস্তরে কাল বৈশাখি ঝড় : প্রতিরোধের আহবান এরশাদের

কারমাইকেল স্কুল অ্যান্ড কলেজের নবীন বরণ অনুষ্ঠানে বক্তব্য রাখছেন এরশাদডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেন, সমাজের সর্বস্তরে যে কাল বৈশাখি ঝড় প্রবেশ করেছে তা প্রতিরোধ করতে না পারলে জাতি হিসেবে আমাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়বে।  

বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর লালবাগ এলাকায় কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস হবার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে এরশাদ বলেন, আমি জীবনে কখনও শুনিনি প্রাথমিক পরীক্ষার প্রশ্ন পত্র ফাঁস হয়। এতটাই আমাদের অবক্ষয় হয়েছে যে ফাঁস করা প্রশ্ন বিভিন্ন কোচিং সেন্টারের মাধ্যমে অভিভাবকদের কাছে পাঠানো হয়। আর অভিভাবকরা তাদের কোমলমতি সন্তানদের সেই ফাঁস হওয়া প্রশ্নপত্র প্রদান করছেন। এভাবেই শিশুদের শেখানো হচ্ছে অনৈতিক কর্মকান্ড। অথচ সরকার প্রশ্নপত্র ফাঁস রোধে কোন ব্যবস্থা গ্রহন করছে না।

এরশাদ আরো বলেন কোচিং সেন্টারের শিক্ষকরা টাকার বিনিময়ে প্রশ্ন পত্র ফাঁস করে দিয়ে তা শিশুদের কাছে সরবরাহ করছে। এ অনৈতিক কর্মকান্ড অবিলম্বে বন্ধ করতে সরকারকেই উদ্যোগী হবার আহবান জানান।

কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াহেদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষাবিদ মোফাজ্জল হোসেন মাস্টার, সাবেক এমপি হোসেন মকবুল শাহারিয়ার প্রমুখ।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া