adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয় দিবস শরীরগঠন প্রতিযোগিতা সমাপ্ত

02 (2)ক্রীড়া প্রতিবেদক : মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে ওয়ালটন স্মার্টফোনের আর্থিক সহযোগিতায় ও বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত বিজয় দিবস উন্মুক্ত শরীরগঠন প্রতিযোগিতা শেষ হয়েছে বুধবার। এবারের প্রতিযোগিতায় ৫৫কেজি ওজন শ্রেনীতে প্রথম হন ম্যানস জিম,চট্টগ্রামের মো: সাইফুল ইসলাম। দ্বিতীয় হন বাংলাদেশ জিম-২ ঢাকা’র মো: শরিফুল আজিজ। তৃতীয় হন মার্স জিম ঢাকা’র এস কে পান্না। ৬০কেজিতে প্রথম হন বডি বিল্ডিং বিডি.কম এর নাজমুল ইসলাম। দ্বিতীয় হন বাংলাদেশ জিম-১ এর রনজিত চন্দ্র সরকার। তৃতীয় হন গ্যালাক্সি জিম, চিটাগাং রোড ঢাকা’র মো: শুক্কুর আলী। ৬৫কেজিতে  প্রথম হন মাসল ম্যানিয়া ফিটনেস কøাব এর আনোয়ার হোসেন। দ্বিতীয় হন মাসল  টেক বিডি জিম, ঢাকা’র মো: আরিফুল ইসলাম। তৃতীয় হন ফিজিক হেলথ ক্লাব এর রিমন।  
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল (অব:) মো: সুবিদ আলী ভূইয়া,এমপি। এসময় উপস্থিত ছিলেন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও আর.বি. গ্র“পের এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার  (ডন), ফেডারেশনের সাধারন সম্পাদক ও সাবেক মিস্টার বাংলাদেশ মো: নজরুল ইসলাম প্রমুখ।
প্রতিযোগিতায় প্রত্যেক ওজন শ্রেনীতে প্রথম স্থান অধিকারীরা পায় ৪হাজার টাকার ক্যাশ অ্যাওয়ার্ড, স্বর্ণ পদক ও সনদপত্র। দ্বিতীয় স্থান অধিকারীরা পায় ৩হাজার টাকার ক্যাশ অ্যাওয়ার্ড, রৌপ্য পদক ও  সনদপত্র। তৃতীয় স্থান অধিকারীরা পায় ২হাজার টাকার ক্যাশ অ্যাওয়ার্ড, ব্রোঞ্জপদক ও সনদপত্র। এছাড়া প্রত্যেক ক্যাটাগোরীতে ৪র্থ, ৫ম ও ৬ষ্ঠ স্থান অধিকারীরা পায় ১হাজার টাকার ক্যাশ অ্যাওয়ার্ড ও সনদপত্র। 
এরআগে, সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনএসসি টাওয়ার অডিটোরিয়ামে দিন ব্যাপি প্রতিযোগিতায় উদ্বোধন করেন ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ও আর.বি.গ্র“পেরর এডিশনাল ডিরেক্টর এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্থানের ২৫টি প্রতিষ্ঠান থেকে মোট ১১৫ জন বডি বিল্ডার অংশ গ্রহণ করেন। 

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া