adv
২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কক্সবাজারে পান বিক্রি আড়ালে যৌন উওেজক ট্যাবলেট বিক্রি

20141203_214533জামাল জাহেদ,কক্সবাজার : সমুদ্রনগরী কক্সবাজারের ঝাউতলার সায়মন রোডের পানের দোকানে গান শুনুন আর পান খান কথা লিখে,পান বিক্রি করার আড়ালে অবাধে যৌন উওেজক ট্যাবলেট মিক্সার ও সফট ড্রিংকস্  বিক্রয় করার অভিযোগ পাওয়া গেছে। এমনকি ঝাউতলার নামকরা খাবার হোটেল পৌষি,ঝাউবন, হোটেলের সামনে পানের দোকানে আমদানি নিষিদ্ধ নানা সিগারেট,ও যৌন উওেজক সফট ড্রিংকস্ এবং নামে পান বিক্রয় করে,সহজ সরল মানুষ ও পর্যটকের প্রতি মুহুর্তে প্রতারনা করছে বলে বিশেষ সুএে জানা যায়,দোকানের ভেতরে বাহিরে মুল্য তালিকা দেওয়া হয়, স্পেশাল কিলি ২০ টাকা,রয়ের ৫০ টাকা ১ কিলি,প্রিমিয়াম ১০০ টাকা ১ কিলি,প্রিমিয়াম হানিমুন প্যাকেজ ২কিলি ২০০টাকা দরে মুল্য ততালিকায় দেখা যায়,নিচে ছোট করে লিখে দেওয়া হলো প্রিমিয়ার আর প্রিমিয়াম হানিমুন ৯টা থেকে রাত ১২টায় পাওয়া যাবে,এমনকি প্রতিরাতে ১২টার পর নাকি নব দম্পত্তি বা পুরুষ ও মেয়েদের ২০০ টাকা করে এক কিলা পান বিক্রি করা হয়। হাত বাড়ালেই কক্সবাজারের হাজারো পানের দোকানে বিদেশি মদ,ইয়াবা,গাজা, বিদেশি ট্যাবলেটসহ নানা যৌন উওেজক ঔষুধ পাওয়া যায় বলে একাধিক সুত্রে তা জানা যায়। 
ঝাউবন খাবার হোটেল থেকে বের হওয়া মহেশখালির সাহাবউদদীন জানায়,তিনি কখনো জীবনে ২০০ টাকা দরে ১ কিলি পান দেখেন নি, তবে পুরা এক বিরি ৩৫০ টাকা দেখেছেন বলে তিনি জানান। পাশের পানের দোকানে থেকে ২০ টাকা দরে পান খাওয়া সৌদি প্রবাসী নুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, দিনে প্রিমিয়াম ও প্রিমিয়াম প্যাকেজ বিক্রয় না করে রাতে কেন বিক্রয় করে জানান না বলে উলটো প্রশ্ন তোলেন তিনি। সামনে দাড়িয়ে থাকা রিক্সাওয়ালার কাছে থেকে আরো  জানা যায়,পান না, মুখ্য বিষয় হলো,যৌন উত্তেজক মিক্সার বিক্রি করা। পানে কি কি উপাদান দেয় জানতে চাইলে বলেন, নারকেল,জর্দা,আদা,কালোজিরা,ধনেপাতা,মিষ্টি পরাগ,চুন,সুপারি, টিনের কৌটা থেকে সাদা সাদা কি যেন মিক্সার দেয় বলে জানান। এ ব্যাপারে কক্সবাজার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ অহিদুল হেলাল জানায়,পান খাওয়া একটা মারাত্মক খারাপ অভ্যাস,জর্দাসহ নানা উপাদানে নিয়মিত পান খাওয়াতে দাতের এনামেল নষ্টসহ কিডনিতে অনেক সময় পাথর হতে পারে বলে জানান। অন্যদিকে কক্সবাজার এসপি,ও ডিবি অফিস থেকে মাএ ৪০ ফুট দূরত্বে কিভাবে প্রশাসনের নাকের ডগায় এসব পানের দোকানের অহরহ এনার্জি ড্রিংকস্সহ অবৈধ মালের ব্যবসা করে যাচেছ তা জনগনের বোধগম্য নয় বলে জানান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া