adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিব ২৫ বলে ১০১ অপ:

আহ্লাদে আটখানা শিশুরাডেস্ক রিপোর্ট : ইংল্যান্ডের নর্দাস্পটনের মতো মনে হতে পারে মঙ্গলবার দুপুরটুকু। শেষ বলে প্রয়োজন ১ রান; সাকিব আল হাসান ক্রিজে ৬ মেরে চিল্ড্রেন দলকে জয়ী করলেন। সঙ্গে সঙ্গে ১৯৯৯ সালের বিশ্বকাপে পাকিস্তানকে হারানোর পর গ্যালারি থেকে যেভাবে দর্শকরা ছুটে এসেছিল; ঠিক সেভাবেই দুই প্রান্ত থেকেই দর্শকরা ছুটে আসলেন। গন্তব্য সাকিবকে কোলে তুলে নেওয়া। অ্যাডাল্ট দলের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে চিল্ড্রেন দল শেষ বলে জয় পেয়েছে। সাকিব এ দিন ২৫ বলে সেঞ্চুরির দেখা পেয়েছেন, থেকেছেন ১০১ রানে অপরাজিত। শেষ ওভারটি করেছেন বাংলাদেশ দলের প্রথম টেস্ট অধিনায়ক নাঈমুর রহমান দুর্জয়। তার ৬ বলের ৩টি বল একাডেমীর মাঠ ছাড়া করেছেন সাকিব। পুরো ইনিংসে দুটি বল খুঁজেই পাওয়া যায়নি।
সাকিবের সঙ্গে ব্যাট বল নিয়ে মাঠে নেমেছিলেন সাদামান সরকার ও সোমা রানী। এমন অর্জনের পর আবেগে আটখানা হয়ে আছেন তারা। শুধু তারা নয়, একাডেমী মাঠে উপস্থিত প্রায় শ’ খানেক শিশু সাকিবে পুলকিত হয়েছেন পুরো সময়টা জুড়েই। সাদমান সরকার দ্য রিপোর্টকে বলেছেন, ‘সাকিবের সঙ্গে খেলতে পেরে খুবই ভাল লেগেছে।’ তবে সেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি। এই শিশু জানিয়েছেন, এর আগে শেরপুরে ৩ বছর স্কুলে ক্রিকেট খেলেছেন তিনি। তবে এতো বড় জায়গায় এই বারই প্রথম খেলার সুযোগ পেয়েছেন। তিনি বলেছেন, ‘সাকিবের সঙ্গে যখন ব্যাটিং করতে নেমেছি তখন নিজেকে খুব ভাগ্যবান মনে হয়েছে। সাকিব আমাকে পরামর্শ দিয়েছে কিভাবে ব্যাটিং করতে হয়। আমি আজকে নতুন কিছু শট শিখেছি সাকিব ভাইয়ের কাছে।’
আরেক ক্রিকেটার সোমা রানী। সাকিবে মুগ্ধ সে। সাকিব ভাইকে দেখার জন্য তর সইছিল না গত রাত থেকেই। এখনো সোমার কাছে এটা স্বপ্নই মনে হচ্ছে। সাকিবের সঙ্গে ক্রিকেট খেলাটা চিন্তায়ও ছিল না তার। শেষ অবধি সাকিবের সঙ্গে একই দলে খেলতে পেরে নিজেকে খুব ভাগ্যবান মনে করছেন। তিনি বলেছেন, ‘ম্যাচ চলাকালে সাকিব আমাদের সঙ্গে খুব ভাল ভাবে মিশেছিলেন। সবার সঙ্গে সুন্দর ভাবে কথা বলেছেন।’
প্রমীলা দলের ক্রিকেটারদের মধ্যে অনেকে দুই দলে খেলেছেন। এদের মধ্যে জাহানারা আলম, লতা মণ্ডল সাকিবের বিপক্ষ দলে খেলেছেন। শুধু তাই নয়, অ্যাডাল্ট দলে ছিলেন ৩ সাংবাদিকও। ওমেন্স দলের সহ-অধিনায়ক জাহানারা দ্য রিপোর্টকে বলেছেন, অনুভূতিটা অন্যরকম ছিল। ফ্যানি একটা গেম ছিল। বেশ মজা পেয়েছি। দিনটা খুব উপভোগ করেছি।’
যাকে নিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে উন্মাদনা ছিল সেই সাকিব এই আয়োজন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘এটা খুবই ভাল উদ্যোগ। আমার মনে হয় এ রকম উদ্যোগ নিয়মিত হলে আরও ভাল হয়। ইউনিসেফ তাদের জায়গা থেকে করছে কিন্তু এ দেশের নাগরিক হিসেবে আমাদেরও কিছু দায়িত্ব আছে।’
বাচ্চাদের সঙ্গে খেলে কেমন লাগল এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘আসলে ওরা সবাই খুবই এনজয় করছে। আর আমি ভাবিনি যে ওরা এতো ভাল খেলে। কিন্তু আসলেই ওরা অনেক ভাল খেলে।’
শিশুরা আপনাকে পছন্দ করে এমন প্রশ্ন হেসে উত্তর দিয়েছেন সাকিব। বলেছেন, ‘জানি না। তবে হাত ধোয়ার ওই বিজ্ঞাপনের জন্য হতে পারে। বাবা-মারা সবাই বাচ্চাদের শেখায় যে এভাবে হাত ধোও। এই জিনিসগুলো মনে হয় কাজে লাগছে।’
উল্লেখ্য, কনভেনশন অন দ্য রাইটস অব দ্য চাইল্ডের (সিআরসি) ২৫তম বার্ষিকী উপলক্ষে চিল্ড্রেন ফিক্স অ্যাডাল্ট নামে একটি প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ম্যাচে অ্যাডাল্ট সিআরসি দল ও চিল্ড্রেন সিআরসি দল পরস্পরের মুখোমুখি হয়। অ্যাডাল্ট দলের অধিনায়ক ছিলেন সাবেক ক্রিকেটার নাঈমুর রহমান দুর্জয় এবং চিল্ড্রেন দলের নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান। বিসিবি-সাহারা একাডেমী মাঠে অনুষ্ঠিত ম্যাচটিতে জয় লাভ করেছে চিল্ড্রেন দল।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া