adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে মুশফিক ও মাহমুদুল্লাহর উন্নতি

নিজস্ব প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো ব্যাটিং করার পুরস্কার পেলেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ। সর্বশেষ প্রকাশিত আইসিসি ওয়ানডে ব্যাটিং র‌্যাংকিংয়ে বাংলাদেশের এই দুই ব্যাটসম্যানের উন্নতি হয়েছে।
৪ ধাপ এগিয়ে ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে মুশফিক এখন আছেন ৩৩তম স্থানে। আর ১৪ ধাপ এগুনো মাহমুদুল্লাহর অবস্থান এখন ৬২তম। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে ৫ ম্যাচে ৪২.৬০ গড়ে দুটি অর্ধশতকসহ ২১৩ রান করে সিরিজ সেরার পুরস্কার জিতে নিয়েছেন মুশফিক; সর্বোচ্চ করেন ৭৭ রান।
প্রথম ওয়ানডেতে ৩১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ প্রতিরোধ গড়ে সাকিব আল হাসান ও মুশফিকের ব্যাটে। শেষ পর্যন্ত অতিথিদের বড় লক্ষ্যই দেয় তারা। চতুর্থ ওয়ানডেতে আবারও বিপদে ত্রাতা মুশফিক। ৩২ রানে চার উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়া স্বাগতিকদের নিরাপদ স্কোর এনে দেয়ায় ভালো অবদান রাখেন তিনি।
এই সিরিজে দারুণভাবে ছন্দে ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কখনো চার কখনো ছয়ে ব্যাট করতে নামলেও পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং করে স্বাগতিকদের সাফল্যের অন্যতম নায়ক তিনি। দুইটি অর্ধশতকসহ ৮৯.৫০ গড়ে ১৭৯ রান করেন রিয়াদ। সর্বোচ্চ অপরাজিত ৮২। শেষের দিকে ঝড়ো ব্যাটিং করে রান করা বা বিপদে প্রতিরোধ করার মতো কাজগুলো সাফল্যের সঙ্গে করা মাহমুদুল্লাহ শেষ ম্যাচেও অপরাজিত অর্ধশতক করে দলকে জয় এনে দেন। দুটি শতরানের উদ্বোধনী জুটি উপহার দেয়া এনামুল হক দুটি অর্ধশতকসহ ৪০ গড়ে করেন ২০০ রান; তার সর্বোচ্চ ৯৫ রান। একধাপ এগিয়ে তিনি আছেন ৪৬তম স্থানে। তবে বাংলাদেশের বাহাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল ৪ ধাপ পিছিয়ে আছেন ৪০তম স্থানে।
অবনতি হয়েছে এই সিরিজে ব্যাট হাতে খুব একটা ভালো করতে না পারা সাকিব আল হাসানেরও। ৭ ধাপ নেমে মুশফিকুরের সঙ্গে যৌথভাবে ৩৩তম স্থানে আছেন তিনি। তবে বোলিং র‌্যাংঙ্কিংয়ে ৪ ধাপ এগিয়ে অস্ট্রেলিয়ার মিচেল জনসনের সঙ্গে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন সাকিব।
ওয়ানডের ব্যাটিং র‌্যাংাঙ্কিংয়ের শীর্ষ সাতে কোনো পরিবর্তন নেই। এক থেকে সাত নম্বর স্থানে আগের মতোই ক্রমানুসারে আছেন এবি ডি ভিলিয়ার্স, বিরাট কোহলি, হাশিম আমলা, শিখর ধাওয়ান, কুমার সাঙ্গাকারা, জর্জ বেইলি ও কুইন্টন ডি কক।
এক ধাপ উন্নতি করে অষ্টম স্থানে উঠেছেন তিলকারতেœ দিলশান। তাকে জায়গা ছেড়ে দিয়ে এক ধাপ নীচে নেমে গেছেন মহেন্দ্র সিং ধোনি। আর আগের মতো দশম স্থানেই আছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া