adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিচার বিভাগে দুর্নীতির কোনো স্থান নেই : প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেননিজস্ব প্রতিবেদক : প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন বলেছেন, বিচার বিভাগে দুর্নীতির কোনো স্থান নেই। বিচারকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা অভিযোগ আমি কখনো আমলে নেব না। কিন্তু দুর্নীতির প্রতিটি যুক্তিগ্রাহ্য অভিযোগকে আমি আমলে নেব এবং উপযুক্ত একজন জজ অভিযোগটি তদন্ত করবে। দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিচারক বা আদালত কর্মচারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্টভাবে জানিয়ে দেন মোজাম্মেল হোসেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের সকল জেলা জজ, জেলা জজ পদমর্যাদার বিচারক ও বিচার বিভাগীয় কর্মকর্তা এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, ‘দুর্নীতির বিরুদ্ধে আমার অবস্থান স্পষ্ট ও দৃঢ়। দুর্নীতির ব্যাপারে কোনো প্রকার শৈথিল্য গ্রহণ করা হবে না। দুর্নীতি অবিচারের জš§ দেয়। আর এক স্থানে অবিচার সর্বত্র সুবিচারের জন্য হুমকি।’
বিচারকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি আপনাদের নতুন ও কার্যকর দুর্নীতি প্রতিরোধমূলক কার্যক্রম গ্রহণ করার নির্দেশ দিচ্ছি। আদালত কর্মচারীদের বিরুদ্ধে আনীত দুর্নীতির প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের গোচরে আনতে হবে।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া