adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ট্রফি নিয়ে লঙ্কাকাণ্ড!

trophy ট্রফি নিয়ে তেলেসমাতি!ক্রীড়া প্রতিবেদক : জিম্বাবুয়েকে টেস্ট এবং ওয়ানডে দুই ফরম্যাটেই ধবলধোলাই করেছে বাংলাদেশ। সোমবার ওয়ানডে সিরিজ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই ফরম্যাটের জয়ী দুই অধিনায়ক মুশফিকুর রহিম এবং মাশরাফি বিন মর্তুজার হাতে বিজয়ের স্মারক ট্রফি তুলে দিয়েছেন। পত্র-পত্রিকায় এ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দুই অধিনায়কের হাস্যোজ্জ্বল ছবিও প্রকাশ হয়েছে।
কিন্তু গণ্ডগোলটা বেঁধেছে ওয়ানডে ট্রফি নিয়ে। সিরিজ শুরুর আগে দু’দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবং জিম্বাবুয়ে অধিনায়ক এলটন চিগুম্বুরা যে ট্রফি নিয়ে ফটোসেশন করলেন, সিরিজ শেষে পুরস্কার বিতরণের সময় আমুল বদলে গেল সেই ট্রফি!

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেসবুকে শুরু হয়েছে সমালোচনার ঝড়। ট্রফি উম্মোচনের ছবি এবং সিরিজ জয়ের পর পুরস্কার হিসেবে দেয়া দুই ট্রফির ছবি পাশাপাশি পোস্ট করে ফেসবুকাররা জানাচ্ছেন তাদের মতামত।
জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোতে দেয়া আছে দুটি ছবিই। সিরিজ শুরুর আগে প্রথমটিতে মাশরাফি আর চিগুম্বুরা দু’জন মিলে যে ট্রফি হাতে ছবি তুলেছেন, সেটার সঙ্গে মিল নেই সিরিজে শেষে দেয়া পুরস্কারের ট্রফিটি।
ওয়ানডে সিরিজি শুরুর আগে দুই দলের অধিনায়ক যে ট্রফি উন্মোচন করেছিলেন, সিরিজ জয়ের পর মাশরাফির হাতে কেন ভিন্ন ট্রফি তুলে দেয়া হলো? এ প্রশ্নের জবাবে বিসিবির সিইও নিজাম উদ্দিন চৌধুরী সুজন জানিয়েছেন, ‘আসলে শুরুতে আমাদের কোনো নির্দেশনা ছাড়াই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্ট ট্রফিটা বানিয়েছিল এবং সেটা উম্মোচন করা হয়েছে। কিন্তু পরে ওই ট্রফি পছন্দ না হওয়ায় আমরা নতুন করে আরেকটি ট্রফি বানাতে বলেছি।’
কিন্তু প্রশ্ন হলো, বিসিবির অজান্তে তো আর ট্রফি বানানো কিংবা প্রদর্শন হয়নি। ট্রফি নিয়ে লুকোচুরি করার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যামে বিসিবি বিরুদ্ধে চলছে সমালোচনার ঝড়।
ফেসবুকে একজন লিখেছেন, ‘আহারে কি চমতকার!! ওয়ানডে সিরিজ শুরুর আগে বাংলাদেশ ও জিম্বাবুয়ের দুই অধিনায়কের ওয়ানডে ট্রফিসহ পোজ দিলেন। কিন্তু খেলা শেষে মাশরাফির হাতে যে ট্রফি দেয়া হল সম্পূর্ণ অন্য একটা ট্রফি, কিছুই বুঝলাম না।’

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া