adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেষ ম্যাচে আজ বাংলাওয়াশের লক্ষ্য

উইকেট শিকারের পর উচ্ছ্বসিত মাশরাফি বিন মুর্তজাহুমায়ূন সম্রাট :  জিম্বাবুয়ের বিরুদ্ধে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। সফরকারী দলের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ জয় আর বাংলাওয়াশের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও জয় করে নেয় বাংলাদেশ। এবার টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। আজ ১ ডিসেম্বও সোমবার জিতলেই আরেকবার বাংলাওয়াশের স্বাদ পাবে লাল-সবুজের সেনারা। অধিনায়ক মাশরাফি আর সহ অধিনায়ক সাকিব আল হাসান ও টেস্ট দলপতি মুশফিকুর রহিমসহ সবার মুখে একই কথা, বাংলাওয়াশ চাই জিম্বাবুয়ের বিরুদ্ধে। টেস্ট সিরিজের ধারাবাহিকতা অবশ্যই বজায় থাকবে ওয়ানডে সিরিজে, এমনটাই বিশ্বাস দলপতির।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর সাড়ে বারটায় শেষ দেখা হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের। জিম্বাবুয়ের দলপতি চাইছেন অন্তত: শেষ ম্যাচটা ভালো পারফর্ম করতে। শান্ত্বনার একটি জয় নিয়ে যেনো দেশে যাওয়া যায়। আজ সংবাদ সম্মেলনে এ কথাই জানালেন কোচ ও অধিনায়ক।
টাইগার দলপতি মাশরাফি বলেন, এখনতো আর ম্যাচ বাই ম্যাচ জিততে চাই তা বলতে পারি না, কারণ ম্যাচ আছে একটাই, এটাও জিততে চাই এবং ভালোভাবেই সিরিজ জিততে চাই। তবে জিম্বাবুয়ের সিরিজ ছাপিয়ে এখন থেকেই আলোচনায় বিশ্বকাপ প্রস্তুতির কথা। কিন্তু টাইগার অধিনায়ক পরিস্কার জানিয়ে দিলেন, বিশ্বকাপ নিয়ে পরে ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। আসলে বিশ্বকাপ প্রস্তপ্রস্তুতি একটি বিশেষ বিষয়, তবে এখন আমরা শুধু আগামীকালের ৯আজ) ম্যাচটি নিয়েই ভাবতে চাই। দলের কম্বিনেশন কি হবে এমন প্রশ্নের জবাবে নড়াইল মাশরাফি বলেন, এখনো টিম মিটিং হয়নি, এখনই কিছু বলতে পারছি না।
তবে এই সিরিজে খুব বেশি পরিবর্তন হয়েছে। সবাইকে সুযোগ দেওয়ার জন্যেই দেখা গেছে অনেকে ভালো পারর্ফম করেও পরের ম্যাচে সুযোগ পাচ্ছেন না। এর ব্যাখা খুব সহজেই দিলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, আসলে যাকে বাদ দেওয়া হয়েছে সেও জানে কেন তাকে বাদ দেওয়া হচ্ছে, সবাইকে পরখ করে দেখার সুযোগটা হাতছাড়া করছে না টিম ম্যানেজমেন্ট। এই সিরিজ সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে মাশরাফি বলেন, আসলে এখনও বেশকিছু উন্নতির সুযোগ নিজস্ব প্রতিবেদক :  জিম্বাবুয়ের বিরুদ্ধে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ। সফরকারী দলের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ জয় আর বাংলাওয়াশের পর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজও জয় করে নেয় বাংলাদেশ। এবার টাইগারদের সামনে ইতিহাস গড়ার হাতছানি। আগামীকাল জিতলেই আরেকবার বাংলাওয়াশের স্বাদ পাবে লাল-সবুজের সেনারা। অধিনায়ক মাশরাফি আর সহ অধিনায়ক সাকিব আল হাসান ও টেস্ট দলপতি মুশফিকুর রহিমসহ সবার মুখে একই কথা, বাংলাওয়াশ চাই জিম্বাবুয়ের বিরুদ্ধে। টেস্ট সিরিজের ধারাবাহিকতা অবশ্যই বজায় থাকবে ওয়ানডে সিরিজে, এমনটাই বিশ্বাস দলপতির।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর সাড়ে বারটায় শেষ দেখা হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ের। জিম্বাবুয়ের দলপতি চাইছেন অন্তত: শেষ ম্যাচটা ভালো পারফর্ম করতে। শান্ত্বনার একটি জয় নিয়ে যেনো দেশে যাওয়া যায়। আজ সংবাদ সম্মেলনে এ কথাই জানালেন কোচ ও অধিনায়ক।
টাইগার দলপতি মাশরাফি বলেন, এখনতো আর ম্যাচ বাই ম্যাচ জিততে চাই তা বলতে পারি না, কারণ ম্যাচ আছে একটাই, এটাও জিততে চাই এবং ভালোভাবেই সিরিজ জিততে চাই। তবে জিম্বাবুয়ের সিরিজ ছাপিয়ে এখন থেকেই আলোচনায় বিশ্বকাপ প্রস্তুতির কথা। কিন্তু টাইগার অধিনায়ক পরিস্কার জানিয়ে দিলেন, বিশ্বকাপ নিয়ে পরে ভাবতেই স্বাচ্ছন্দ্যবোধ করছেন তিনি। আসলে বিশ্বকাপ প্রস্তুতি একটি বিশেষ বিষয়, তবে এখন আমরা শুধু আগামীকালের ৯আজ) ম্যাচটি নিয়েই ভাবতে চাই। দলের কম্বিনেশন কি হবে এমন প্রশ্নের জবাবে নড়াইল মাশরাফি বলেন, এখনো টিম মিটিং হয়নি, এখনই কিছু বলতে পারছি না।
তবে এই সিরিজে খুব বেশি পরিবর্তন হয়েছে। সবাইকে সুযোগ দেওয়ার জন্যেই দেখা গেছে অনেকে ভালো পারর্ফম করেও পরের ম্যাচে সুযোগ পাচ্ছেন না। এর ব্যাখা খুব সহজেই দিলেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, আসলে যাকে বাদ দেওয়া হয়েছে সেও জানে কেন তাকে বাদ দেওয়া হচ্ছে, সবাইকে পরখ করে দেখার সুযোগটা হাতছাড়া করছে না টিম ম্যানেজমেন্ট। এই সিরিজ সম্পর্কে মূল্যায়ন করতে গিয়ে মাশরাফি বলেন, আসলে এখনও বেশকিছু উন্নতির সুযোগ রয়েছে। বিশেষ করে পেস বোলিং ডিপার্টমেন্টে বেশি নজর দিতে হবে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া