adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বিজয়ের মাসে লাল-সবুজের বাংলাওয়াশ

PRIME MINISTERহুমায়ূন সম্রাট :  সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ। জিম্বাবুয়ে চেয়েছিল শান্ত্বনায় জয় পেতে আর বাংলাদেশ বাংলাওয়াশের। আজ মিরপুর স্টেডিয়ামের সবুজ চত্ত্বরে স্বপ্নপূরণে লড়াইয়ে নামে মাশরাফি আর চিগাম্বুরা। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দারুণ এক জয় পেলো লাল-সবুজের দলটি। বিজয়ের মাসে এ যেনো আরেকটি বিজয়।
এদিন জিম্বাবুয়ের যত বড় স্কোর হওয়ার কথা ছিলো, ততটা হলো না। বাংলাদেশেরও যত সহজে জেতার কথা, জেতাটা হলো না তত সহজে। ১২৯ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে গিয়ে বাংলাদেশ জিতল ৫ উইকেটে। শেষ পর্যন্ত টেস্টের পর ওয়ানডে সিরিজেও বাংলাওয়াশ  হলো জিম্বাবুয়ে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ধবলধোলাই করার স্মারক হিসেবে দুটো ট্রফি বুঝে নিলেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম আর ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মের্তুজা।
ক্রিকইনফো জানায়, সব মিলিয়ে ওয়ানডেতে এটি প্রতিপক্ষকে বাংলাদেশের নবম হোয়াইটওয়াশ। ৫-০ ব্যবধানে সিরিজ জয় দ্বিতীয়বারের মতো। আট বছর আগে (২০০৬) দেশের মাটিতে এই জিম্বাবুয়েকেই সর্বশেষ ৫-০ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ।
এই সফরে গোটা সিরিজে নখদন্তহীন ক্রিকেট খেলা জিম্বাবুয়ে যে আরেকটি হোয়াইটওয়াশের শিকার হবে তা অনেকটা অনুমেয় তাদের বিগত নিম্মমানের পারফরমেন্স দেখে। টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩০ ওভারেই সব প্রতিরোধ ভেঙে পড়ে সফরকারীদের। ফলে  তাদের (জিম্বাবুয়ে) ইনিংস থামে মাত্র ১২৮ রানে। দিনের শুরুতে জিম্বাবুয়ে বড় স্কোর গড়ার আভাস দিচ্ছিলো। দলটি ৪.৫ ওভারে ১৬ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ঝড় ওঠানোর বিপদ সংকেত দিচ্ছিলো। ভয়ংকর হয়ে উঠছিল হ্যামিল্টন মাসাকাদজা ও ভুসি সিবান্দার দ্বিতীয় উইকেট জুটি। শেষ পর্যন্ত ৭৯ রান করে বিচ্ছিন্ন হন তারা। হ্যামিল্টন মাসাকাদজাকে ব্যক্তিগত ৫২ রানে বোল্ড করার মধ্যদিয়ে জিম্বাবুইয়ানদের প্রতিরোধ ভাঙেন নবাগত লেগ স্পিনার জুবায়ের। এরপর ২১ ওভারের তৃতীয় বলে সাকিব ব্রেন্ডন টেলরকে (৯) সাজঘরে ফেরালে মড়ক লাগে জিম্বাবুয়ে ইনিংসে। অভিষিক্ত স্পিনার তাইজুল ইসলাম ও সাকিব আল হাসানের রূদ্রমূর্তির সামনে মাত্র ২০ রানের ব্যবধানে শেষের ৭ উইকেট হারায় জিম্বাবুয়ে।
শেষ পর্যন্ত সফরকারীরা ৩০ ওভার খেলে অলআউট হয় মাত্র ১২৮ রানেই। জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫২ রানের ইনিংস খেলেন মাসাকাদজা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান এসেছে ভুসি সিবান্দার ব্যাটে। বাংলাদেশের পক্ষে তাইজুল ইসলাম ১১ রানে চারটি উইকেট শিকার করেন, গড়েন অভিষেকেই হ্যাটট্রিকের বিশ্বরেকর্ড। তিনটি উইকেট পেয়েছেন সাকিব।
১২৮ রানের সহজ লক্ষ্য তাড়া করে বাংলাদেশের জয়টা যেমন দাপুটে হওয়া উচিৎ ছিল তা হয়নি। খুনে মেজাজ ও আগ্রাসী মনোভাবের কারণে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে টাইগাররা। ইনিংসের পঞ্চম ওভারে তামিম ইকবালের আউটের মাধ্যমে ব্যাটসম্যানদের আত্মহত্যার মিছিল শুরু।  তবে চতুর্থ ওয়ানডের ম্যাচসেরা রিয়াদ আবারো প্রতিরোধ গড়ে তোলেন। আর রিয়াদকে আবারো সঙ্গ দেন মুশফিক। তাতে ৫ উইকেটের আনায়াস জয় পায় বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৫১ রান করেছেন মাহমুদ উল্লাহ। জিম্বাবুয়ের তিনাশে পানিয়াঙ্গারা ও তেনদাই চাতারা দুটি করে উইকেট শিকার করেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ
December 2014
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া