adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

যাত্রীবাহী নতুন বিমান সুপারসনিক!(ভিডিও)

ছবি: সংগৃহীতআন্তর্জাতিক ডেস্ক : নতুন প্রজন্মের যাত্রীবাহী সুপারসনিক প্লেন তৈরি হচ্ছে। সাধারণ প্লেনের তুলনায় দ্বিগুণ গতিতে চলবে এ প্লেন। ফলে অর্ধেক সময়ে পৌঁছে যাওয়া যাবে কাঙ্খিত গন্তব্যে। 
এন প্লাস২ নামে সুপারসনিক যাত্রীবাহী এ প্লেনের নকশা করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান লকহেড মার্টিন। প্রতিষ্ঠানটির দাবি, প্রচলিত যাত্রীবাহী প্লেনের তুলনায় এটি দ্বিগুণ গতিতে চলবে। এর গতিবেগ হবে ঘণ্টায় এক হাজার দুইশ’ মাইল। এর ফলে যাত্রীদের নিউইয়র্ক থেকে প্রায় চার হাজার কিলোমিটারের দূরত্ব পাড়ি দিয়ে লস অ্যাঞ্জেলসে পৌঁছতে পাঁচ ঘণ্টার পরিবর্তে আড়াই ঘণ্টা সময় লাগবে।

লকহেড মার্টিনের এ প্রকল্পের ম্যানেজার মাইকেল বুনান্নো বলেন, নতুন প্রজন্মের সুপারসনিক প্লেনের আওয়াজ নিয়ন্ত্রণে ‘সনিক বুম’ প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। 
এন প্লাস২’র প্রতিটি প্লেনে যাত্রী ধারণক্ষমতা ৮০ জন। এতে তিনটি ইঞ্জিন ব্যবহার করা হবে। একটি থাকবে প্লেনের উপরে। আর দু’টি প্লেনের দুই পাশের উইংয়ে।

https://www.youtube.com/watch?v=MgrN0RIqbIs

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া