adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

কুকুর ও বিড়ালের মাংস খাওয়া বন্ধের জন্য প্রচারণা

আন্তর্জাতিক ডেস্ক : সুইজারল্যান্ডের কয়েকটি এলাকার লোকজন বিড়াল খায়। ক্রিস্টমাস ডেতে খাবারের ম্যানুতে বিড়ালের মাংস পরিবেশন করা হয় এই দেশে। বিভিন্ন উতসবেও এ প্রাণীর মাংস পরিবেশন করা হয়। এসব বিড়াল-কুকুরের খাদকদের নিবৃত্ত করতে শুরু হয়েছে প্রচারণা। বিড়াল ও কুকুরের মাংস খাওয়া বন্ধে প্রচারণা শুরু করেছে সুইজারল্যান্ডের বন্য প্রাণী অধিকার রক্ষা কর্মীরা।
বন্য প্রাণীর মাংস খাওয়া থেকে জনগণকে দূরে রাখতে সুইজারল্যান্ডের সরকারের কাছে হাজারো মানুষের স্বাক্ষরসংবলিত পিটিশন দাখিল করেছে বন্য প্রাণী অধিকার রক্ষা কর্মীরা।প্রাণী অধিকার রক্ষা গ্র“প 'সওএস চ্যাটস নরওয়েগুই’'এর সভাপতি ও প্রতিষ্ঠাতা টমি টমেক বলেন, 'সুইসদের এক-তৃতীয়াংশ গোপনে বিড়াল-কুকুরের মাংস খাচ্ছে। টমেক বলেন, 'লুকারনে, অ্যাপেনজেল ও জুরা অঞ্চলের মানুষকে বিড়াল খেতে দেখা যায়।'

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া