adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

দেশে কোটিপতির সংখ্যা ৫১,৫৫০ জন

indexজাফর আহমদ: ব্যাংকের একাউন্টে গচ্ছিত টাকার হিসাব অনুযায়ী দেশে কোটিপতির সংখ্যা ৫১,৫৫০ জন। এ সব কোটিপতির ব্যাংক একাউন্টে আমানতের পরিমান ২,৬০,৭৫৮ কোটি টাকা। যা মোট আমনতের ৪০ শতাংশের উপরে। অন্যদিকে ১০ টাকার উপরে কিন্তু  ১,০০,০০,০০০টাকার নীচে এমন টাকার মালিকের সংখ্যা ৬,৬৬,৩১,৪২৩ জন। এ একাউন্টের বিপরীতে ব্যাংকে গচ্ছিত টাকার পরিমান ৩,৮৮,৬৮১ কোটি টাকা। যা মোট আমানতের প্রায় ৬০ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দেশের তফসিলি ব্যাংকসমূহে মোট একাউন্টের সংখ্যা ৬,৬৬,৮২,৯৭৩টি। এ সব উকান্টের মধ্যে কোটি টাকার বেশি আমানত আছে-এমন একাউন্টের পরিমান ৫১,৫৫০টি। এর মধ্যে এক কোটি থেকে পাঁচ কোটি টাকার একাউন্টের সংখ্যা ৪১,২৭৫টি, এ সব একাউন্টে টাকার পরিমান ৮৪৪৫২ কোটি টাকা। যা মোট আমানতের ১৩ শতাংশ। ৫ কোটি থেকে ১০ কোটি টাকাধারীর সংখ্যা একাউন্ট ৬০৬৭ টি। এ সব কোটিপতির ব্যাংকে আমানতের পরিমান ৪,৩২,১৯ কোটি ১৩ লক্ষ টাকা। যা মোট আমানতের ৬ দশমিক ৬৫ শতাংশ। ১০ ধেকে ১৫ কোটি টাকার মালিক ১,৭৩৮ জন। ব্যাংকে তাদের আমানতের  পরিমান ২১ম০৯৫ ৯ লক্ষ টাকা। যা মোট আমানতের ৩ দশমিক ২৫ শতাংশ। ১৫ থেকে ২০ কোটি টাকার মালিকের সংখ্যা ৮৪০ জন। তাদের আমানতের পরিমান ১৪৯৪০ কোটি ৬৩ লক্ষ টাকা। ২০ থেকে ২৫ কোটি টাকার মালিকের সংখ্যা ৩৮৩ জন। তাদের আমানতের পরিমান ৮,৬৩৩ কোটি ৭১ লক্ষ টাকা।  ২৫ থেকে ৩০ কোটি টাকার মালিকের সংখ্যা ২৭৩ জন। ব্যাংকে তাদের আমানতের পরিমান ৭৬০১ কোটি ৫০ লক্ষ টাকা। ৩০ কোটি থেকে ততোর্দ্ধ টাকার পরিমান ৯৭৪ জন। ব্যাংকের গচ্ছিত তাদের আমানতের পরিমান ৭৯৯১৫ কোটি টাকা।
তথ্য অনুযায়ী এ সব কোটিপতির মধ্যে ইসলামি ব্যাংকগুলোর মাধ্যমে লেনদেন করছে ৮,৮৩৯ জন। এর মধ্যে ৪০ জনের প্রতিজনের টাকার আমানতের পরিমান ৫০ কোটির উপরে। ৪০ থেকে ৫০ কোটি টাকা আমানত আছে ১৩ জনের। এবং ৮,৭৮৬ জনের প্রত্যেকের আমানত রয়েছে এক কোটি থেকে ৪০ কোটি টাকা।  

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া