adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

গণপূর্তমন্ত্রীর বৈধতা নিয়ে হাইকোর্টের রুল

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেননিজস্ব প্রতিবেদক : গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন কোন কর্তৃত্ববলে তার পদে বহাল আছেন, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
মন্ত্রী মোশাররফ হোসেন, মন্ত্রিপরিষদ সচিব, রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসকে তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর প্রথম আলোতে প্রকাশিত ‘মন্ত্রী হয়েও তাঁরা কোম্পানির পরিচালক’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এতে চার মন্ত্রী-প্রতিমন্ত্রীর বিভিন্ন লাভজনক কোম্পানির পরিচালনার সঙ্গে যুক্ত থাকার বিষয়টি তুলে ধরা হয়।
পরে কোন কর্তৃত্ববলে মোশাররফ হোসেন মন্ত্রী পদে আছেন—তা জানাতে ৯ নভেম্বর আইনি নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না। নোটিশের জবাব না পাওয়ায় ২৩ নভেম্বর রিট করেন ওই আইনজীবী। রিটের ওপর শুনানি শেষে আজ এ রুল দিলেন হাইকোর্ট।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া