adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমেরিকা ও ইসরাইলের সামরিক ততপরতা মনিটর করছে ইরান

ইরানের একটি সুপার-হেভি সাবমেরিন আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকা, ব্রিটেন ও ইহুদিবাদী ইসরাইলের সামরিক তৎপরতা মনিটর করছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। দেশটির নৌবাহিনীর গবেষণা ও স্বনির্ভরতা বিষয়ক সংস্থার প্রধান রিয়ার অ্যাডমিরাল আলী গোলামজাদেহ এ কথা বলেছেন।
তিনি আরো বলেছেন- "ইরানের নৌবাহিনী নিবিড়ভাবে পর্যবেক্ষণ কাজ চালাচ্ছে। গভীর সাগরে ইরানি নৌবহরের অবস্থান এ ক্ষেত্রে ভূমিকা রাখছে। এসব দেশ নতুন যেসব সামরিক প্রযুক্তি ও সরঞ্জামের অধিকারী হচ্ছে, সেসব বিষয়ে তেহরান পূর্ণ তথ্য সংগ্রহ করছে। সব মিলিয়ে এসব দেশের সামরিক অঙ্গনে পরিবর্তনের বিষয়টি ইরানের নৌবাহিনীর আয়ত্ত্বে রয়েছে।
 
ইরানি কমান্ডার গোলামজাদেহ আরো বলেছেন, শত্রু দেশগুলো আমাদের সামরিক শক্তি সম্পর্কে অন্ধকারে রয়েছে। আমাদের শক্তি সম্পর্কে তারা পুরোপুরি অবহিত নয়। এ কারণে ইরানে যে কোনো আগ্রাসন চালানো শত্রুদের জন্য অত্যন্ত কঠিন ও ঝঁকিপূর্ণ হবে।
সাম্প্রতিক বছরগুলোতে ইরান সামরিক ক্ষেত্রে ব্যাপক অগ্রগতি লাভ করেছে। তবে ইরানের সামরিক অর্জন কখনোই কোনো দেশের জন্য হুমকি নয় বলে তেহরান বারবারই ঘোষণা করেছে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া