adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিবর্তন আসছে

ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) স্ট্যান্ডিং কমিটিতে পরিবর্তন আসছে। রোববার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ চলাকালে এ তথ্য জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এসময় বিসিবি সভাপতির সঙ্গে ছিলেন বিসিবি সহ সভাপতি আ জ ম নাছির উদ্দিন ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।   
নাজমুল হাসান পাপন বলেন,‘জিম্বাবুয়ে সিরিজ শেষ হলেই বোর্ডে কিছু পরিবর্তন আনবো। আমরা যখন দায়িত্ব দিয়েছিলাম তখন বলেছিলাম, এটা অস্থায়ী। স্থায়ী না। অনেকেই খুব ভালো পারফর্ম করেছে। তারপরও অন্যদের সুযোগ দেওয়া দরকার। তুলনা যদি করতে না পারেন তাহলেতো বুঝা মুশকিল। এছাড়া কাঠামোগত কিছু পরিবর্তন এমনিতেই প্রয়োজন। যেমন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) সভাপতি ছিল আমাদের আ জ ম নাছির যেহেতু সে সহ সভাপতি হয়ে গেছে স্বাভাবিকভাবেই তার জায়গায় একজনকে দেওয়া দরকার। এছাড়া মেজর সবগুলো পদেই পরিবর্তন আসবে।’
বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটিতে দুর্নীতির গুঞ্জন চলছে। এ বিষয়ে সাংবাদিকরা বিসিবি সভাপতির কাছে জানতে চাইলে তিনি বলেন,‘এখন পর্যন্ত এ ধরণের কোন অভিযোগ শুনিনি। যদি আপনাদের কাছে এ ধরণের কোন অভিযোগ থাকে আমাদের জানান আমরা তদন্ত করে দেখবো। শুনিনি বললে ভুল হবে। বিশ্বকাপ চলাকালে দুটি অভিযোগ শুনেছিলাম। আমরা চেক করে দেখেছি পুরোটাই ভূয়া। দলের পারফর্ম্যান্স নিয়ে পাপন বলেন,‘দলের পারফর্ম্যান্স অবশ্যই ভালো। এটাতে কোন সন্দেহ নেই। বিশেষ করে সিনিয়র খেলোয়াড়রা দায়িত্ব নিয়ে খেলছে নতুনরাও ভালো খেলছে।’
২০১৫ সালের বিশ্বকাপের প্রস্তুতি প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন,‘এখনো পর্যন্ত যা হয়েছে তা বিশ্বকাপ নিয়ে না। আমাদের লক্ষ্য যেটা ছিল টিম স্পিরিটটা বাড়ানো, টিম ওয়ার্কটা বাড়ানো, খেলোয়াড়দের দৃষ্টিভঙ্গি ইতিবাচক করা।এদিক দিয়ে আগের চেয়ে অনেক পরিবর্তন হয়েছে।
তিনি বলেন,‘বিশ্বকাপের জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে কন্ডিশন। ওদের (অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড) যে পিচ এবং আবহাওয়া,ওখানে যে বাউন্সি পিচ ওই কন্ডিশন এখন পর্যন্ত এখানে আমরা তৈরি করতে পারিনি। এই সিরিজে সেটা আমরা করতে চাইনি। বিশ্বকাপের জন্য আমাদের কিছু পরিকল্পনা আছে। যদিও যথেষ্ট না। তবে যতটুকু সম্ভব সে ধরণের কন্ডিশনে আমাদের ছেলেরা যাতে বিশ্বকাপের আগে অনুশীলন করতে পারে সে ব্যাপারে আমরা চেষ্টা করবো।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া