adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

এবার রক্ষা নাই- তেল-গ্যাসের দাম বাড়ালেই হরতাল-অবরোধ দিয়ে সরকার পতন

গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে খালেদার জিয়ার সঙ্গে বৈঠকে শরিক দলের নেতারা (ছবি : রেজা)নিজস্ব প্রতিবেদক : তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়ালেই হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচিতে যাবে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। এই ইস্যুকেই কেন্দ্র করে আন্দোলনের প্রাথমিক উত্তাপ ছড়াবে জোটটি। এরপরেই জনগণকে সম্পৃক্ত করে সরকারবিরোধী চূড়ান্ত আন্দোলনের রূপরেখা নিয়ে মাঠে নামবে জোট নেতারা।
শনিবার রাতে ২০ দলীয় জোটের শরিক দলগুলোর শীর্ষ নেতাদের বৈঠকে এ বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে বলে জোটের একাধিকার নেতার সঙ্গে কথা বলে জানা গেছে।
বৈঠকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সভাপতিত্বে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও জোটের ভবিষ্যত কর্মকৌশল নিয়েও বিস্তারিত আলোচনা হয়। রাত ৯টায় ২০ মিনিটে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠকটি শুরু হয়ে প্রায় পৌনে দুই ঘন্টাব্যাপী স্থায়ী হয়। রাত ১১টায় বৈঠকটি শেষ হয়।
জোটের একজন শীর্ষ নেতা জানিয়েছেন, সরকার গত প্রায় ছয়মাস আগেই তেল-গ্যাস-বিদ্যুতের দাম বাড়িয়েছে। এখন আবারো বাড়ানোর ঘোষণা দিয়েছে। এ অবস্থায় দেশের দায়িত্বশীল রাজনৈতিক  দলের নেতা হিসেবে ২০ দলীয় জোট শরিকরা বসে থাকতে পারে না। তাই মূল্যবৃদ্ধি হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে।  
এছাড়াও বৈঠকে ভবিষ্যত সরকারবিরোধী আন্দোলনের বিষয়ে নিজেদের কর্মকৌশল নিয়ে আলোচনা হয়েছে। তবে কর্মসূচি নির্ধারণের বিষয়টি জোটের নেতারা জোটপ্রধান খালেদা জিয়ার একক সিদ্ধান্তের ওপর ছেড়ে দিয়েছেন। 
বৈঠক সূত্র জানায়, বিএনপি প্রধান শরিকদের কাছে জানতে চেয়েছেন, আন্দোলনের ডাক দিলে তারা রাস্তায় নামবে কি না? এ সময় শরিকরা তাকে রাস্তায় নামার প্রতিশ্রুতি দেন। খালেদা জিয়া বলেন, ‘আপনারা অবশ্যই নামবেন, মুত্যুর ভয় নেই। আন্দোলন করেই জালিম সরকারকে হটাতে হবে।’ তিনি বলেন, ‘আপনারা আমার সঙ্গে থাকবেন। আমি নিজেই রাস্তায় নামবো।’
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও শরিকদের মধ্যে জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. রেদোয়ান উল্লাহ সাহিদী, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল লতিফ নেজামী, খেলাফত মজলিশের সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসহাক, বিজেপির আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির-জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, জাতীয় পার্টির (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা.এ টি এম ফজলে রাব্বী, বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মোবিন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি এ এইচ এম কামরুজ্জামান খান, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি-এনডিপির খন্দকার গোলাম মোর্ত্তজা, পিপলস লীগের চেয়ারম্যান অ্যাডভোকেট গরীবে নেওয়াজ, উমিয়তে উলামার মুহিউদ্দিন ইকরাম, ডিএরের সাইফুদ্দিন আহমেদ মনি, সাম্যবাদী দলের (একাংশ) কমরেড সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। 
এর আগে নিজের উপদেষ্টা, দলের স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতাদের নিয়ে বৈঠক করেছেন বেগম খালেদা জিয়া। এরই ধারাবাহিকতায় শরিকদের সঙ্গে রাতে বৈঠক করেন খালেদা জিয়া।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া