adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জানুয়ারিতে ভারতে আসছেন ওবামা

যুক্তরাষ্ট্র সফরকালে ওবামার সঙ্গে মোদী/ ফাইল ফটোআন্তর্জাতিক ডেস্ক : আগামী জানুয়ারি মাসেই ভারত সফর করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। 
২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে এ সফর করবেন তিনি। ওবামার জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানিয়েছে।
সংবাদ মাধ্যমগুলোর খবরে বলা হয়, প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকতে ওবামাকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরে হোয়াইট হাউস ও এনএসসি সূত্র নিশ্চিত করে, ওবামা আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন। ভারতের জাতীয় এ দিবসে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত থাকছেন ওবামা।
তার এ সফরের কথা টুইটার বার্তায় নিশ্চিত করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী মোদীও। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্ধৃতি দিয়ে এ খবর গুরুত্বের সঙ্গে প্রচার করছে স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। 
গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র সফর করেছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী। সফরে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও দৃঢ়তর করতে ওয়াশিংটনের প্রতি আহ্বান জানান মোদী। ওবামাও ভারতকে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ বন্ধু রাষ্ট্র আখ্যা দিয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। 
ওই সফরে ওবামার সঙ্গে দু’দিন ধরে বৈঠকে বেশ কিছু চুক্তিও সম্পাদন করেন ভারতের প্রধানমন্ত্রী। 
এছাড়া, সাম্প্রদায়িক দাঙ্গায় উস্কানি দেওয়ার অভিযোগে দীর্ঘকাল মোদীকে ভিসা দিতে নাকচ করে গেলেও ওই সফরে তাকে বেশ উষ্ণ অভ্যর্থনাই দেখায় যুক্তরাষ্ট্র।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া