adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

‘শুঁটকির গুদামে বিড়াল চৌকিদার’

নিজস্ব প্রতিবেদক : বিমানবন্দর দিয়ে সোনা চোরাচালানের সঙ্গে বিমান বাংলাদেশের জড়িত রাঘববোয়ালদের প্রতি ইঙ্গিত করে স্বতন্ত্র সাংসদ হাজি সেলিম বলেছেন, এ যেন শুঁটকির গুদামে বিড়াল চৌকিদার।
বৃহস্পতিবার সন্ধ্যায় দশম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে জাতিসংঘের শিশু অধিকার দিবস উপলক্ষে আলোচনায় তিনি এ কথা বলেন। হাজি সেলিম বলেন, এর আগে বিমানবন্দরে সোনা চোরাচালানে যারা ধরা পড়েছে, এরা সবাই ছিল চুনোপুঁটি। এবার রাঘববোয়ালরা ধরা পড়েছে। এরা যেন কেউ ছাড় না পায় সেজন্য কঠোর ব্যবস্থা নিতে সংসদের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
বুধবার বাংলাদেশ বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিনের ধর্মপুত্র হিসেবে পরিচিত পলাশের কাছ থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করা হয়। সেই সূত্র ধরে পরে বিমানের উচ্চপদস্থ পাইলট ও কর্মকর্তাকে গ্রেফতার করা হয়।
জাতীয় পার্টির কাজী ফিরোজ রশিদ একই পয়েন্ট অব অর্ডারে বলেন, “যে বিমান বাংলাদেশের জাতীয় পতাকা বহন করে, সেই বিমানের মাধ্যমে বিমানের টপ টু বটম এই চোরাচালানের সঙ্গে যুক্ত।”
অভিযুক্তরা যাতে কোনোভাবেই ছাড়া না পায় এ জন্য তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া