adv
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মহেশখালিতে সড়ক নামে মরণফাঁদ!

m m mজামাল জাহেদ : কক্সবাজার জেলার মহেশখালি উপজেলার উপকুলীয় ৯টি ইউনিয়নের সব কটি এলাকার নিরাপত্তার কথা বিবেচনা করে, এবং ভয়াল ২৯শে এপ্রিল ৯১ সালের ইতিহাস সৃষ্টিকারী ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে সরকার ওয়াপদা কতৃক উপকুলীয় মানুষের  নিরাপত্তার জন্য এক যুগের ও বেশি সময় আগে কোটি কোটি টাকা খরচ করে মহেশখালি রক্ষাবাধ তৈরি করেছিলো। যাতে সাগরের নোনাজল সরাসরি গ্রামে এসে আঘাত করতে না পারে। কিন্তু আজ অবধি কোন সরকারের আমলে উন্নয়নমূলক কোন কাজ না করার ফলে বছরের পর বছর অরক্ষিত অবস্থায় পড়ে আছে রক্ষাবাধ। 
মহেশখালির সব বেরিবাধের মাটি ও চিহ্ন হারিয়ে যেতে বসেছে। বিএনপি সরকারের আমলে কিছু বরাদ্দ পেলেও সাবেক সংসদ সদস্য আলমগীর মোহামমদ মাহফুজ উললাহ্ ফরিদ কোন কাজ না করে সময় পার করে দিয়েছিলেন। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর ডিজিটাল সরকারের পরিকলপনা আর ভিশন-২০২১ সফল করার প্রত্যয়ে মহেশখালি উপজেলার সব মানুষের জোর দাবি ছিলো উপকুলীয় বেরিবাধ পুনঃনির্মাণ করা। অসহায় দরিদ্র মানুষের জীবনমান সচল রাখার জন্য আওয়ামীলীগ সংসদ সদস্য আশেক উল্লাহ্ রফিক একাধিকবার সংসদে ব্যাপারটি উত্থাপন করেছিলেন। এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের  কাছে, আশা আকাঙ্খার দোলাচলে সব আবেদন ঝুলিয়ে থাকায় মহেশখালিবাসী হতাশ। মাতারবাড়ি ইউনিয়ন, শাপলাপুর ইউনিয়ন,কুতুবজোম ইউনিয়ন,হোয়ানক ইউনিয়নের সব বেরিবাধ এখন মরণফাদে পরিণত। কোন লোকজন চলাচল করতে পারে না। অসুস্থ কোনো ব্যক্তিকে  এই রাস্তা দিয়ে হাসপাতালে নেওয়ার মতো পরিবেশ নেই। এলাকাবাসীর অভিযোগের প্রেক্ষিতে কুতুবজোম ইউনিয়নের চেয়ারম্যান শফিউল আলমের কাছে যোগাযোগ করা হলে তিনি ‘জয়পরাজয়’কে জানান, বিগত চেয়ারম্যান মামলা খেয়ে বেরিবাধের উপর গাড়ি চলাচলের উপযোগী করতে ইট বসালেও বর্তমানে মাটি আর ইট কোন কিছু অবশিষ্ট নেই। সব তলিয়ে গেছে। সরকারের কাছে লিখিত আবেদন জানিয়েছি বাজেট আসলে কাজ হবে। এক যুগেরও অধিক সময় ধরে কাজ হবে হবে করে না হওয়ার ফলে মানুষের যাতায়াতে খুব দুর্ভোগ পোহাতে হচেছ। উপকুলীয় মানুষের এই দুর্ভোগ অনুভব করার মতো প্রশাসনে কেউ নেই বলে মনে করেন অধিকাংশ মানুষ। তারা নিজেদের উদ্যোগে কিছু কিছু ভাঙা সড়কে কাজ করেন তারপরেও গাড়ি চলাচলের মতো অবস্থ হয়নি বলে জানান ঘটিভাংগার লোকজন। মহাজোট সরকারের কাছে এলাকাবাসীর একমাএ দাবি এই উপকুলীয় বাধ নির্মাণ। এ ব্যাপারে মহেশখালি উপজেলার এলজিআরডি প্রকৌশলীর কাছে জানতে চাইলে তিনি বলেন, বিগত সরকারের আমল থেকে তারাও সরকারের উপর মহলে বিষয়টি খুব গুরুত্বের সাথে অবহিত করেন। বাজেট আসলে  কোনো বিলম্ব না কওে দ্রুত কাজ শুরু হবে বলে জানান। 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া