adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বর্ধমানে বিমানবন্দর হচ্ছে কবি নজরুলের নামে

nazrul-islam-2 নজরুলের নামে হচ্ছে বর্ধমানের বিমানবন্দরডেস্ক রিপোর্ট : পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার অণ্ডালে বেসরকারি উদ্যোগে তৈরি হওয়া বিমানবন্দরটি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নামকরণ করা হবে।
গতকাল বৃহস্পতিবার রাজ্যসরকারে আনা প্রস্তাব বিধানসভায় গৃহীত হয় বলে জানা গেছে। অর্থমন্ত্রী অমিত মিত্রের আনা প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গ্রহীত হয়। নামকরণের এই প্রস্তাব কেন্দ্রীয় সরকারে কাছে পাঠানা হবে।
মমতার আগ্রহেই বিমানবন্দরটি নজরুলের নামে হচ্ছে। এর আগে আসানসোলে নজরুলের নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। গতবছর থেকে ওই বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে।
কাজী নজরুল ইসলাম ১৮৯৯ সালের ২৪মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৬ সালের ২৯ আগস্ট ঢাকার পিজি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর আগে ১৯৭২ সালের ২৪ মে ভারত সরকারে অনুমতিক্রমে তাকে বাংলাদেশে নিয়ে আসেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া