adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুরুষদেরও হয় প্রসবযন্ত্রণা!

vildv7ac_44926আন্তর্জাতিক ডেস্ক : প্রসবের সময় একজন নারীকে কতটা কষ্ট সহ্য করতে হয়, তা চাক্ষুস করতে চেয়েছিলেন একদল চিনা পুরুষ। তাদের ইচ্ছা পূরণ করতে চিনের এক হাসপাতালে কৃত্রিম উপায়ে প্রসবযন্ত্রণা অনুভব করাল একটি হাসপাতাল।
দ্য টেলিগ্রাফ সূত্রে খবর, একটি প্যাড, যার মধ্যে দিয়ে বিদ্যুত যাতায়াত করতে পারে, ওই পুরুষদের তলপেটে পরিয়ে দেওয়া হয়। ওই প্যাডের মধ্যে দিয়ে প্রসবযন্ত্রণার সমানুপাতের বিদ্যুত পুরুষদের দেহে চালনা করা হয়। এক থেকে দশ স্কেলের হারে তাদের দেহে বিদ্যুত চালনা করা হয়।
প্রসবযন্ত্রণা অনুভব করে খুশি পুরুষ ‘ভলেন্টিয়ার্স’-রাও। তাদের মধ্যে একজনের বক্তব্য, ‘ভাল লাগলেও আমার খুব ব্যাথাও লেগেছে এ কথাও সত্যি। আমি আজ টের পেলাম, প্রসবযন্ত্রণা সত্যিই কষ্টকর।’
আর এক পুরুষ ভলেন্টিয়ার বলেন, ‘মনে হচ্ছিল আমার হৃদযন্ত্র আর ফুসফুস ছিঁড়ে যাচ্ছে। সেই যন্ত্রণার বর্ণনা আমি ভাষায় প্রকাশ করতে পারব না।’ 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া