adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

২৫ বছর পর খুঁজে পেলেন বিয়ের আংটি

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের ক্রেডিট ইউনিয়নের সাবেক এক পরিচালক বব লি তার হারিয়ে যাওয়া বিয়ের আংটিটি ফিরে পেয়েছেন। আজ থেকে ২৫ বছর আগে আংটিটি হারিয়ে গিয়েছিল। বোয়াটার এমপ্লয়িজ ক্রেডিট ইউনিয়নের নির্বাহী পরিচালক জিনজার কার্টার রসিকতা করতে করতেই একটি অফিসের চেয়ারের গদির ভেতর হাতড়াচ্ছিলেন। হঠাৎ তার হাতে ঠেকে আংটিটি।
যেহেতু, ওয়েডিং ব্যান্ডটিতে বর-কনের নামের আদ্যক্ষর ও বিয়ের তারিখ খোদাই করে লেখা ছিল, তাই জিনজার নিশ্চিত হলেন এটা ববের। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। বব লি বলছিলেন, তিনি যে কারখানায় কাজ করতেন, সেখানেই আংটিটি হারিয়েছিলেন বলে মনে করেছিলেন। আংটিটি হারানোর পর তিনি আরেকটি বিয়ের আংটি বানিয়ে নিয়েছিলেন। গত শুক্রবার ওয়েডিং ব্যান্ডটি পেয়ে তিনি বলেন, এটা ফিরে পেয়ে তিনি খুব খুশি। বব লি রসিতকা করে বললেন, অফিস পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে নতুন একজন কর্মীকে নিয়োগ দেয়া প্রয়োজন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া