adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

সাফ মহিলা ফুটবল থেকে বাংলাদেশের বিদায়

Bangladesh(Green)  Vs  Nepal(Red)  k নেপালে স্বপ্নভঙ্গ বাংলাদেশের মেয়েদেরক্রীড়া প্রতিবেদক : এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে ছোটদের নৈপুণ্য অনুপ্রেরণা যুগিয়েছিল বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যদের। সাফ উইমেন্স চ্যাম্পিয়নশিপে তাই ফাইনালে খেলার স্বপ্ন নিয়ে সুইনুরা পাড়ি দিয়েছিল পাকিস্তানে। কিন্তু নেপালের বিপক্ষে ১-০ গোলে হেরে তাদের বিদায় নিতে হলো সেমিফাইনাল থেকেই।
সাফে বাংলাদেশের মেয়েরা সেমিফাইনালের বাধা পাড়ি দিতে পারেনি কখনও। আবারও সেই সেমিতেই আটকে গেল সুইনু-সাবিনারা। এএফসি উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের অনূর্ধ্ব ১৬ দলের মেয়েরা দুর্দান্ত দুই জয় উপহার দিয়েছিল। সংযুক্ত আরব আমিরাতের পাশাপাশি হারিয়েছিল শক্তিশালী জর্দানকেও।
কিন্তু বড়দের দলে সেই সাফল্যের ছোঁয়া লাগেনি। আফগানিস্তান ও মালদ্বীপকে হারিয়ে সেমিতেও উঠলেও তাদের থেমে যেতে হেয়েছে নেপাল বাধার কাছেই। বুধবার জিন্নাহ ফুটবল স্টেডিয়ামে অবশ্য প্রবল প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিল নেপাল। প্রথমার্ধে সমতা নিয়ে মাঠ ছেড়েছে দুই দল। দ্বিতীয়ার্ধে বারবার আক্রমণ চালিয়েও গোলের দেখা পায়নি লাল-সবুজ জার্সিধারীরা।
তবে ম্যাচের ৫৪তম মিনিটে পেনাল্টি পায় নেপাল। পেনাল্টি থেকে ম্যাচের একমাত্র গোলটি করেন নেপালের ফরোয়ার্ড সাজানা রানা। বাকি সময়ে গোল পায়নি কোন দল। ফলে ১-০ ব্যবধানের হার নিয়েই ফিরতে হয় সুকিতাতে নিরোর শিষ্যদের।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া