adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কাজী আরেফ হত্যায় ৩ জনের ফাঁসি বহাল

93515_1নিজস্ব প্রতিবেদক : জাসদ নেতা কাজী আরেফ হত্যা মামলায় তিনজনের ফাঁসির রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আসামি পক্ষের রিভিউ আবেদন খারিজ করে দিয়ে ফাঁসির রায় বহাল রেখে বুধবার আপিল বিভাগের একটি বেঞ্চ এ আদেশ দেয়
১৯৯৯ সালের ১৬ ফেব্র“য়ারি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কালিদাসপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে সন্ত্রাস বিরোধী জনসভায় চরমপন্থী সন্ত্রাসীদের ব্রাসফায়ারে নির্মমভাবে নিহত হোন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাসদের প্রতিষ্ঠাতা সভাপতি কাজী আরেফ আহমেদ, জেলা জাসদ সভাপতি লোকমান হোসেন, সাধারন সম্পাদক এ্যাড.ইয়াকুব আলী এবং স্থানীয় জাসদ নেতা ইসরাইল হোসেন তফসের ও শমসের মন্ডল। হত্যাকান্ডের দীর্ঘ ৫বছর পর ২০০৪ সালের ৩০ আগষ্ট মামলায় মোট ৫৭ জন সাক্ষীর মধ্যে ৪১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে কুষ্টিয়ার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক ফজলুর রহমান এ হত্যা মামলার রায় ঘোষণা করেন। রায়ে ১০ জনের ফাঁসী, ১২জনের যাবজ্জীবন ও ৩ জনকে বেকসুর খালাস দেয়া হয়। আসামীরা মহামান্য হাইকোর্টের আপীল বিভাগে আপীল করে। ২০০৮ সালের ৩১ আগষ্ট মহামান্য হাইকোর্টের একটি বেঞ্চ চড়ান্ত শুনানীর সময় ফাঁসীর দন্ডপ্রাপ্ত ১০ আসামীর মধ্যে ১জন এবং যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত ১২ আসামীর মধ্যে ৩ জন আসামীকে অব্যাহতি দিয়ে ৯ জনের ফাঁসীর দন্ডাদেশ বহাল রাখেন। মৃত্যুদণ্ড নিশ্চিতকরণ (ডেথ রেফারেন্স) মামলা ঝুলে আছে হাইকোর্টে।
কাজী আরেফ আহমেদ: ১৯৭১এর বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংগঠক মুজিব বাহিনীর পশ্চিমাঞ্চলীয় সেক্টরের ডিপুটি প্রধান ছিলেন। কাজী আরেফের জন্ম ১৯৪২ সালের ৮ এপ্রিল জন্ম নানার বাড়ি সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে এবং পৈতৃক সূত্রে ঠিকানা মীরপুর উপজেলার খয়েরপুর গ্রাম। ১৯৭২ সনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদে)-এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতাদের অন্যতম একজন ছিলেন। স্বাধীনতার পর জাতীয় দৈনিক পত্রিকা ‘গণকণ্ঠ’-এর প্রধান কার্যনির্বাহী ছিলেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া