adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নেপোলিয়নের-এক টুপির দাম ১৮ কোটি!

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার এক কালেক্টর ১.৯ মিলিয়ন ইউরো দিয়ে কিনে নিলেন ফরাসি সম্রাাট নেপোলিয়নের নিলামে ওঠা টুপি। বাংলাদেশী টাকায় যার মূল্য প্রায় সাড়ে আঠারো কোটি টাকা! দু’দিকে পয়ন্টেড এই টুপিটি খুব সম্ভবত নেপোলিয়ন ম্যারিঙ্গো যুদ্ধের সময় পরেছিলেন। পরে সেই টুপিটি উপহার হিসেবে পেয়েছিলেন নেপোলিয়নের অধীনে কাজ করা পশুচিকিতসক। 
নেপোলিয়ন তার রাজত্বকালে যে ১২০টি টুপি পরেছিলেন তার মধ্যে থেকে মাত্র ১৯-টির হদিশ পাওয়া গিয়েছিল। তারই অন্যতম এই টুপিটি। যদিও সেই সময়ে নেপোলিয়নের সেনাবাহিনীতে অনেকেই এই ধাঁচের টুপি পরতেন, কিন্তু নেপোলিয়নের স্টাইল ছিল সম্পূর্ণ ভিন্ন। হবে নাই বা কেন! তিনি যে নেপোলিয়ন… যার জীবনের লক্ষই ছিল পৃথিবীর স¤্রাট হওয়ার। এহেন স¤্রাটের ব্যবহার করা টুপির দামও যে হবে আকাশ ছোঁয়া সেটাই তো স্বাভাবিক।  মোনাকোর রাজপরিবার নেপোলিয়নের ব্যবহার করা আরও কয়েকটি জিনিসের সঙ্গে এই টুপিটিকেও রেখেছিলেন প্যারিসের ফঁতেইনব্লঁ- তে হওয়া সাম্প্রতিক নিলামে। এখানে থেকে যে টাকা উঠবে তা ব্যবহার করা হবে রাজপ্রাসাদ মেরামতির কাজে।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া