adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নরেন্দ্র মোদি যেনো রক স্টার

আন্তর্জাতিক ডেস্ক : অভূতপূর্ব। অস্ট্রেলিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হাজার হাজার সমর্থক অভ্যর্থনা জানালেন। ২৮ বছরের মধ্যে তিনিই প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে অস্ট্রেলিয়া সফর করছেন। রোববার সেখানকার ব্রিসবেনে তাকে যেভাবে অভ্যর্থনা জানালো জনতা তাতে তাকে মনে হয়েছে একজন পপ তারকা। নিউইয়র্কে সেপ্টেম্বরে তিনি যেমন ভক্তদের মাঝে চমক সৃষ্টি করেছেন ঠিক যেন তারই পুনরাবৃত্তি ঘটল ব্রিসবেনে। তিনি সেখানে মঞ্চে উঠতেই চারদিকে সমস্বরে হাজার হাজার ভক্ত চিতকার করে স্লোগান দেন- ‘মোদি ইজ এ রক স্টার’। মোদিও বুক চেতিয়ে সেই ভালবাসা গ্রহণ করলেন। 
দু’হাত প্রসারিত করে তাদের ভালবাসাকে কুড়িয়ে নিলেন। বললেন, এই ভালবাসা, এই অভ্যর্থনা আমি ভারত মাতার সন্তানদের চরণে সমর্পণ করলাম। সমাবেশে যোগ দেয়া আইটি কনসালট্যান্ট সুশীল চাড্ডা বললেন, তিনিই আমাদের সবচেয়ে বড় ক্যারিশমা সৃষ্টিকারী নেতা। তিনিই আমাদের দেশকে পরবর্তী প্রজন্মের কাছে নিয়ে যাচ্ছেন। এ সময় সুশীলের পাশেই দাঁড়িয়ে ছিলেন ‘মোটি ইন অস্ট্রেলিয়া’ লেখা টি-শার্ট। অন্যরা ‘মোদি, মোদি, মোদি!’ স্লোগান দিতে থাকেন। তারা নেচে, গেয়ে, লাফিয়ে আনন্দ প্রকাশ করতে থাকে। ড্রামের তালে তালে তারা নাচতে থাকে। রিপোর্টে বলা হচ্ছে, ব্রিসবেনের স্টেডিয়ামে আয়োজিত ওই অনুষ্ঠানে সমবেত হয়েছিলেন কমপক্ষে ২০ হাজার মানুষ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া