adv
২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পরিবারের অভিযোগ -পুলিশি হেফাজতে তুষারের মৃত্যু

‘পুলিশি হেফাজতে তুষারের মৃত্যু’ডেস্ক রিপোর্ট : ‘লাফিয়ে পড়ে নয়, পুলিশি হেফাজতে মারা গেছেন তুষার কান্তি পাল’- এ অভিযোগ এনে লাশের শেষকৃত্য না করার ঘোষণা দিয়েছেন স্বজনেরা।
স্বজনেরা জানিয়েছেন, ‘ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মরদেহ দাহ করা হবে না।’ পুলিশের দাবি, খুলনার পুলিশ সুপার কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে লাফ দিয়ে তুষার কান্তি পাল নামে এক আসামি শনিবার বিকেলে আত্মহত্যা করেন। ১৪ নভেম্বর দায়ের করা অপহরণ মামলায় তাকে গ্রেফতার করা হয়। ১৮ জুলাই গৃহবধূ মুক্তা খাতুনকে অপহরণের ঘটনায় ডুমুরিয়া থানায় মামলাটি দায়ের করেন মুক্তার স্বামী আজিজুল ইসলাম শেখ।
এদিকে, তুষার পালের আত্মীয় (শ্যালক) অপূর্ব পালকেও পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। সে কোথায় আছে, কি অবস্থায় আছে, তা কেউই জানেন না। এমনকি তার মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে।
পুলিশ সুপার হাবিবুর রহমান এ প্রসঙ্গে বলেন, ‘অপূর্ব দেখেছে তুষার লাফিয়ে পড়ে আহত হয়ে মারা গেছেন। ঘটনা তদন্তে পুলিশের পক্ষ থেকে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
এদিকে, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে রবিবার সকাল ১১টায় তুষার পালের ময়নাতদন্ত সম্পন্ন হয়। তিন সদস্যের একটি কমিটি ময়নাতদন্ত করেন। কমিটির অন্যতম সদস্য ডা. ওয়াহিদ মাহমুদ বলেন, ‘ময়নাতদন্ত শেষে দুপুর ১টার দিকে আমরা পুলিশের কাছে লাশ হস্তান্তর করি। মাথায় আঘাতজনিত (হেড ইনজুরি) কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়। এ কারণে তার মৃত্যু হয়। এ ছাড়া লাশের কপাল (ফ্রন্টাল বোন), মাথার দুই পাশ (প্যারাইটাল বোন) এবং ডান হাঁটু ভাঙ্গা ছিল।’
তিনি আরও বলেন, ‘কমিটি সাত দিনের মধ্যে এ রিপোর্ট জমা দেবে।’
ফরেনসিক বিভাগ থেকে সোনাডাঙ্গা থানা পুলিশ লাশ গ্রহণ করে। সোনাডাঙ্গা থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। পরে সোনাডাঙ্গা থানা পুলিশ ডুমুরিয়া থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। সেখান থেকে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এদিকে, পরিবারের সদস্যরা ময়নাতদন্তের রিপোর্ট না পাওয়া পর্যন্ত শেষকৃত্য না করার সিদ্ধান্ত নিয়েছেন। এ কারণে লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
ডুমুরিয়া থানায় ১৮ জুলাই গৃহবধূ মুক্তা খাতুনকে অপহরণের ঘটনায় একটি মামলা হয়। মামলাটি দায়ের করেন মুক্তার স্বামী আজিজুল ইসলাম শেখ। তিনি সবুজ নামে এক যুবককে আসামি করেন। ওই মামলার তদন্তের অংশ হিসেবে তুষার পালকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বয়রা শেরের মোড়ের নিজ দোকান থেকে ১৪ নভেম্বর রাতে আটক করা হয়। ওই রাতেই ডুমুরিয়া থানা পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। পরের দিন শনিবার তুষারকে অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলামের দফতরে নিয়ে আসা হয়। সেখান থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় খুলনা জেলা পুলিশ সুপার দফতরের দোতলা থেকে তিনি লাফিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
ডুমুরিয়া থানায় দায়ের হওয়া আজিজুল শেখের মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক (ইন্সপেক্টর, তদন্ত) কাজী কামাল হোসেন বলেন, ‘মামলার তদন্তে তুষারের সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে গ্রেফতার করা হয়।’
তিনি দাবি করেন, ‘থানায় তাকে মারপিট করা হয়নি। তার পরিবারের পক্ষ থেকে নির্যাতনের যে অভিযোগ করা হয়েছে তা মিথ্যা।’
‘সবুজ নামে যাকে আসামি করা হয় তার নামটি ভুয়া; ওই নামে কাউকে পাওয়া যায়নি। অথচ অপহরণকারীদের সঙ্গে যে বিকাশ এ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে, সেই এ্যাকাউন্টের জিম্মাদার তুষার পাল’ যোগ করেন কাজী কামাল হোসেন।
খুলনা জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, ‘ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার জয়দেব চৌধুরীকে প্রধান করে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।’
কমিটির অপর তিন সদস্য হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) বিভূতি ভূষণ ব্যানার্জী, সহকারী পুলিশ সুপার (এ) সাজ্জাদুর রহমান রাসেল ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকনুজ্জামান।
তদন্ত কমিটির সদস্য অতিরিক্ত পুলিশ সুপার বিভূতি ভূষণ ব্যানার্জী বলেন, ‘ঘটনার তদন্ত শেষে তিন দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। ইতোমধ্যে তদন্ত কাজ শুরু হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করা হবে।’
নির্যাতনেই মৃত্যু- 
তুষার পালের স্বজন, প্রতিবেশী, পাশের দোকানদার, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ কেউই বিশ্বাস করতে পারছেন না যে, তুষার আত্মহত্যা করতে পারে। সকলেই মনে করেন, পালাতে গিয়ে নয়, নির্যাতনেই তার মৃত্যু হয়েছে।
ছেলের মৃত্যুর খবর পেয়ে মা বিমলা পাল প্রায় অচেতন অবস্থায় আছেন। তিনি বিড়বিড় করে বলেন, ‘আমার ছেলে হত্যার বিচার চাই।’
প্রতিবেশী ব্যবসায়ী দুলু বলেন, ‘তিনি এখানে বছর বিশেক ধরে বসবাস করেন। বছর দুই হলো বাড়ি করেছেন। তুষারকে কারও সঙ্গে কোনদিন ঝগড়া করতে দেখিনি। সে পুলিশের কাছ থেকে পালাতে গিয়ে পড়ে মারা গেছে, এটি বিশ্বাস করতে পারছি না।’
প্রতিবেশী নারায়ণ চন্দ্র নাথের বক্তব্যও একই রকম। তিনি বলেন, ‘আমি তুষারকে অনেক দিন ধরে চিনি; সে কখনো কোনো খারাপ কাজের সঙ্গে জড়িয়েছে, এমটি শুনিনি। তাকে পুলিশ ধরে নিয়ে গেল, আর লাশ হয়ে ফিরল, এটি কেমন কথা।’
বয়রা শেরের মোড়ে তুষারের ব্যবসা প্রতিষ্ঠানের পাশের চায়ের দোকানি হাজেরা খাতুন বলেন, ‘বাবু খুব ভালো মানুষ ছিল। পুলিশ তাকে ধরে নিয়ে গেল। শুনছি সে মরে গেছে। কিভাবে মারা গেল বুঝতে পারছি না।’
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দও অনাকাঙ্ক্ষিত ওই মৃত্যুর বিচার দাবি করেছেন। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু বলেন, ‘পুলিশি হেফাজতে মৃত্যু মেনে নেওয়া যায় না। আমরা এর বিচার চাই।’
নেতৃবৃন্দ রবিবার দুপুরে খুলনার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে দেখা করে ওই মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেন। সেখানে তুষার পালের স্ত্রী তনুশ্রী পাল দাবি করেন, ‘আমার স্বামী লাফ দিয়ে পড়ে মারা যেতে পারেন না। নির্যাতনেই তার মৃত্যু হয়েছে।’
তিনি বলেন, ‘শুক্রবার রাতে এবং শনিবার সকালে ডুমুরিয়া থানায় যখন তাকে দেখেছি, তখন তার শরীরে নির্যাতনের আলামত ছিল।’

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া