adv
২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধোয়ায় আছন্ন ম্যাচে ইতালির ড্র – জয় পেয়েছে তুরস্ক

ইতালির ড্র, জয় পেয়েছে তুরস্কস্পোর্টস ডেস্ক : ইউরো চ্যাম্পিয়নশীপের বাছাইপর্বের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ড্র করেছে ইতালি। এছাড়া ব্রাজিলের কাছে আগের ম্যাচে হেরে যাওয়া তুরস্ক ৩-১ গোলের জয় তুলে নিয়েছে কাজাখস্তানের বিপক্ষে।
ইতালি-ক্রোয়েশিয়া ম্যাচের ১১তম মিনিটে লিড নেয় ইতালি। দলের হয়ে গোলটি করেন অ্যান্তোনিও কান্দ্রেভা। ল্যাজিওর ২৭ বছর বয়সী এ মিডফিল্ডার সিমোন জাজার অ্যাসিস্টে গোলটি করেন।
এগিয়ে গিয়ে খুব বেশিক্ষন লিড ধরে রাখতে পারেনি গত বারের রানার্সআপরা। ম্যাচের ১৫তম মিনিটে ক্রোয়েশিয়ার হয়ে গোল করেন ইভান পারিসিক। সমতাসূচক গোলটি করতে উলফসবার্গের ২৫ বছর বয়সী মিডফিল্ডার পারিসিক সহায়তা পান ক্রোয়েশিয়ার আরেক তারকা ইভান রেকিটিকের। ইন্টারনেট
ম্যাচের এক পর্যায়ে মাঠের দর্শকরা ফ্লেয়ার ছুঁড়ে মারতে থাকায় খেলা খানিকক্ষনের জন্য বন্ধ করে দেওয়া হয়। দ্বিতীয়ার্ধে পরিস্থিতি আরো খারাপ হলে খেলোয়াড়দের মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। পরে দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে খেলা আবারো মাঠে গড়ায়।
ইস্তানবুলে গ্র“পের অন্য ম্যাচে তুরস্ক ৩-১ গোলে হারিয়েছে কাজাখস্তানকে। ম্যাচে তুরস্কের হয়ে জোড়া গোল পেয়েছেন গ্যালাতারের হয়ে খেলা বুরাক ইলমাজ। আর অপর গোলটি করেন সেরদার আজিজ। কাজাখস্তানের হয়ে একমাত্র গোলটি করেন সামাত স্মাকোভ।

 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া