adv
২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

৪ বছরের পুঁচকে উঠলো ৫০ ফুট উঁচু মগডালে!

ছবি: সংগৃহীতআন্তর্জাতিক ডেস্ক : বাবা-মা গেছেন কর্মস্থলে, দাদি ব্যস্ত গৃহস্থালির কাছে। আর দুই ভাইয়ের সঙ্গে খেলছিল চার বছরের পুঁচকে পারকার ক্লার্ক।
খেলতে খেলতে হঠাতই আকাশছোঁয়ার অভিযানের ভূত চাপলো পারকারসহ দুই ভাইয়ের মাথায়। ব্যস, অপরজনকে নিচে রেখেই দু’জনে পা বাড়ালো অভিযানে। তবে পাহাড়-পর্বত হয়ে নয়, একটি গাছে চড়েই এ অভিযানে নাম লেখালো পুঁচকে দু‘ভাই !
কিন্তু যখনই গাছের ৫০ ফুট উঁচুর মগডালে উঠে পড়া দুই ভাইয়ের অভিযানের খবরটি জানাজানি হয়ে গেল, তখনই হইচই পড়ে গেল। পারকারসহ দুই ভাই অনেক উঁচুতে উঠে যাওয়ার কারণে কিংকর্তব্যবিমূঢ় হয়ে গাছের নিচে দাঁড়িয়ে রইলো অপর ভাইটি। খবর পেয়ে গাছের নিচে এসে চিতকার চেঁচামেচি শুরু করলেন দাদি বারবারা ডাওসে। তার চিতকারে বড় ভাই নেমে পড়লেও আটকে গেল ‘ক্ষুদে সাহসী’ পারকার।

এবার চিতকার-চেঁচামেচি আরও বেড়ে গেল। বারবারা ও তার দুই নাতির চিতকারে স্থানীয় লোকজন এলেন। বারবারা খবর দিলেন ফায়ার সার্ভিসে। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজনও ঠিকসময়ে পৌঁছাতে পারছিল না।
এর মধ্যেই অপর উদ্ধারকারী দল এসে প্রায় দুই ঘণ্টা পর ৫০ ফুট উঁচু থেকে পারকারকে উদ্ধার করে।
উদ্ধারকারী দল জানিয়েছে, এতো বড় কাণ্ড ঘটালেও পারকার কোনো ধরনের আঘাত পায়নি। তাকে অক্ষত অবস্থায়ই উদ্ধার করা হয়েছে।

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া