adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শিক্ষকের হাতে মার খেয়ে ৩৫ শিশু শিক্ষার্থী আহত

শিক্ষকের বেত্রাঘাতে ৩৫ শিশু শিক্ষার্থী আহত, বিচার দাবিডেস্ক রিপোর্ট : ঝিনাইদহ জেলার হরিণাকুণ্ডু উপজেলার তোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৫ শিশু শিক্ষার্থীকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়েছে। সাপ্তাহিক সাংস্কৃতিক ক্লাসের রুটিন ওয়ার্ক করতে না পারায় তাদের পিটিয়ে আহত করা হয়।
স্কুল চলাকালীন বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে স্কুলটির সহকারী শিক্ষক এনামুল হক লিটন এ ঘটনা ঘটান। এ ব্যাপারে প্রাথমিকভাবে বিদ্যালয়টির প্রধান শিক্ষক রাজু আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
হরিণাকুণ্ডু উপজেলার নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান বলেন, জেলার হরিণাকুণ্ডু উপজেলার তোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃহস্পতিবার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের সাংস্কৃতিক ক্লাস ছিল। দুপুর দেড়টার দিকে ক্লাস নিতে গেলে শিক্ষার্থীরা তাদের শেখানো গান সঠিকভাবে পরিবেশন করতে না পারায় শিক্ষক এনামুল হক বেত দিয়ে তাদের বেদম মারপিট করেন। এতে ওই বিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থীর মধ্যে প্রায় সবাই আহত হয়ে অসুস্থ হয়ে পড়ে। 
খবর পেয়ে অভিভাবকরা স্কুলে এসে সন্তানদের এ অবস্থা দেখে তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসে। নির্বাহী কর্মকর্তা আব্দুর রহমান ডাক্তার ডেকে তাদের প্রাথমিক চিকিতসা দেন। এ ব্যাপারে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
হরিণাকুণ্ডু উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ঘটনার সময় প্রধান শিক্ষক রাজু আহমেদ বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় তাকে প্রাথমিকভাবে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তদন্ত করে দোষী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজু আহমেদ বলেন, ওই সময় তিনি বিদ্যালয়ে উপস্থিত ছিলেন না। মানসিক অসুস্থতার কারণে সহকারী শিক্ষক এনামুল হক লিটন এ ধরনের ঘটনা ঘটিয়েছেন।
অভিভাবকরা তদন্তপূর্বক দোষী শিক্ষকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া