adv
১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মির্জা ফকরুল বললেন – অস্তিত্ব সংকটে দেশ

মির্জা ফখরুল ইসলাম আলমগীরনিজস্ব প্রতিবেদক : বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর মনে করেন, স্বাধীনতা, স্বার্বভৌমত্ব ও গণতন্ত্র বিপন্ন হয়ে দেশ এই মুহূর্তে অস্তিত্ব সংকটে আছে। তিনি বলেন, ‘দেশের এ পরিস্থিতিতে নুরুল হুদার মতো মানুষের আদর্শের বড় প্রয়োজন।’
শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে প্রয়াত নুরুল হুদা মির্জার তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ‘নুরুল হুদা মির্জা স্মৃতি পরিষদ’ আয়োজিত এক স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
প্রয়াত নুরুল হুদাকে নিজের রাজনৈতিক আদর্শ হিসেবে মেনে চলেন জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘তিনি আমার চাচা হন। তার আদর্শেই রাজনীতিতে আসি। তিনি একজন বিরল ব্যক্তিত্বের আত্মমর্যাদা সম্পন্ন মানুষ ছিলেন। দেশের সংকটকালীন পরিস্থিতি নিয়ে তিনি চিন্তিত ছিলেন। তিনি বলতেন, আজ তরুন সমাজ কোথায়? সমাজ পরিবর্তনের জন্য তারা জেগে উঠছে না কেন?’
বিএনপির এ মুখপাত্র বলেন, ‘ছটি সাহেবের (নুরুল হুদা) সঙ্গে আমার গভীর সম্পর্ক ছিলো। তিনি দেশের ভবিষ্যত নিয়ে খুবই চিন্তাশীল ছিলেন। সেজন্য আমাকে প্রায়ই বলতেন, তোমরা রাজনৈতিকভাবে বিপদে আছো। দেশ সংকটে আছে। এই অবস্থা থেকে বের হতে পারবে? আজ ছটি সাহেবের কথা খুবই মনে পড়ে। তার আদর্শ অনুসরণ করলে সংকট থেকে উত্তরন সম্ভব। ’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমানের সভাপতিত্বে এহসানুল কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রফেসর ড. বদর উদ্দিন ওমর, প্রফেসর ড. সিরাজুল ইসলাম চৌধুরী, শহীদুল ইসলাম চৌধুরী, প্রফেসর মাহবুব উল্লাহ, হায়দার আকবর আলী খান রনো, প্রফেসর নুরুল আমীন, প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া