adv
২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পুরুষের নারী দরকার যৌন কামনার জন্যই -তসলিমা নাসরিন

তসলিমা নাসরিনডেস্ক রিপোর্ট : সৌদি আরবে নারীদের সুন্দর চোখ ঢেকে রাখার আইন নিয়ে ইতিমধ্যেই তোলপাড় বিশ্ব। এতদিন কুলুপ এঁটে থাকলেও এবার এ বিষয়ে মুখ খুললেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
সৌদির ওই আইনের সমালোচনা করে নিজের টুইটার অ্যাকাউন্টে বেশ কয়েকটি টুইটের মাধ্যমে তিনি ‘নারীদের কালো কফিনে’ নিক্ষেপ করার অভিযোগ তুলে সৌদি পুরুষদের তীব্র নিন্দা করেছেন।
টুইটে তসলিমা লেখেন, ‘সৌদি আরব নারীদের দেহ নিষিদ্ধ করেছে। এখন তারা নারীদের চোখও নিষিদ্ধ করতে চায়। তাহলে কেন তারা নারীদের হত্যা করে না? সম্ভবত যৌন কামনার জন্যই পুরুষের তাদের দরকার!’
তিনি আরো লেখেন, ‘নারীদের চোখ দেখলে সৌদি পুরুষরা কী তাদের ধর্ষণ করবে? ধর্ষণ ঠেকানোর জন্য নারীদের চোখ ঢেকে রাখতে হবে। পুরুষরা কেন নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না?’
প্রসঙ্গত, সুন্দর চোখ বা প্রসাধনীর সাজানো চোখ পুরুষের মন কেড়ে নিতে পারে, এ কারণে আইন করেছে সৌদি আরব। আইন অনুযায়ী,  বোরখার ভিতর দিয়ে যদি সুন্দর চোখ বেরিয়ে পড়ে, তাহলে তা অপরাধ বলে গণ্য হবে। সুন্দর চোখ পুরুষদের বিপথে চালিত করতে পারে।
তসলিমার মন্তব্য, ‘নারীদের কালো কফিনে বন্দি করা ও নিজের কামনা-বাসনার জন্য সৌদি পুরুষদের ধিক্কার জানাই! মানবাধিকার লঙ্ঘনের জন্য যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের সমালোচনা করে কিন্তু সৌদি আরবের সমালোচনা করে না তারা।’
‘চুম্বন সুস্বাদু’-এর পর সৌদি  নারীদের  আকর্ষণীয় চোখ ঢেকে রাখার কারণ বিশ্লেষণ করতে গিয়ে তসলিমা যে আবারো নিজেকে বিতর্কিত তালিকার মধ্যমণি করে তুললেন তা বলার অপেক্ষা রাখে না।
 

 

জয় পরাজয় আরো খবর

adv
সর্বশেষ সংবাদ
সাক্ষাতকার
adv
সব জেলার খবর
মুক্তমত
আর্কাইভ


বিজ্ঞাপন দিন

adv

মিডিয়া